নিউজ ডেস্ক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় কলেজের হল রোমে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রভাষক মোঃ আবু হানিফা ও হীরা মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ, লে. কর্ণেল (অব. ) সৈয়দ আলী আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবুল আহমদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কবি সৈয়দ আজমল হোসেন, যুক্তরাজ্য প্রবাসি, সমাজসেবক, প্রভাষক মোস্তাফিজুর রহমান, শিক্ষানুরাগী সৈয়দ আফফান আহমদ, কলেজের কম্পিউটার অপারেটর ইউসুফ আহমদ, মোঃ সুমন মিয়া, সৈয়দ রাসেল আহমদ, সৈয়দ মাহদি হাসান।
ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল আহাদ, মোছাঃ সুমাইয়া বেগম খুশি, মোঃ তাহেন মিয়া, মোছাঃ তাছকিয়া বেগম হেলি, রুবাইয়াত আদিল।
এসময় সৈয়দ দিনুল আহমদ, রাকিব আহমদ, হাসান আহমদ, তাহমিদ আহমদ, নাঈম আহমদ, মোঃ আল আমিন, সাবির আহমদ, আহির হোসেন, নাহিদ আহমদ, শরিফ আহমদ, সাকিব আহমদ, নাদেল আহমদ, মাজহারুল ইসলাম, সোসেন, রিয়াজ আহমদ, আরিফ আহমদ, সৈয়দ তানজিদ আহমদ, মাহিনুর রশীদ, তাসলিম খান, নাঈম খান, মোবিন মিয়া, মাঈনুল আহমদ, সৈয়দ শাকভীর আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন তেলাওয়াত করেন মিজানুর রহমান।
উল্লেখ্য এবার সৈয়দপুর আদর্শ কলেজ থেকে ১৪২ জন ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সংবাদ বিজ্ঞপ্তি