জগন্নাথপুর টাইমসশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের জার্সি উন্মোচন ও নতুন কমিটি

Jagannathpur Times BD
আগস্ট ২৫, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ সালেহ আহমদ ঃ

দৃষ্টিনন্দন জার্সি উন্মোচন করলো সিলেটের দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে।

বৃটেনের মাটিতে বাংলাদেশীদের সব চেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট উপজেলা কাপকে সামনে রেখে সম্প্রতি সংগঠনটি লন্ডন শহরের বার্কিং এম ওয়ান ভ্যানুতে তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দক্ষিন সুরমার কৃতি ফুটবলার ও সমর্থকরা হলে জড়ো হন।

ক্রীড়ামোদীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়। সাদা, ব্লু, কালো ও লাল রঙের মিশেলে তৈরী এবারের জার্সি। জার্সি উন্মোচন অনুষ্ঠানে একদল ডায়নামিক তরুণদের দ্বারা গঠিত নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসিসোয়েশন টিমের স্পন্সরসহ কমিনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামীতে যে সকল টিমের সাথে দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন টিমের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাদের সাথে খেলার জন্য এ,বি,সি ও ডি টিমের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী উপজেলার হচ্ছে দক্ষিণ সুরমা। বিভিন্ন কারণে এ উপজেলার সুনাম দেশে এবং বিদেশে রয়েছে। বৃটেনের মাটিতেও এ উপজেলার কৃতি সন্তানরা নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশীদের সব চেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট উপজেলা কাপেও গত কয়েক বছর দরে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দিয়ে যাচ্ছে সংগঠনটি।

আগামীতে এ সংগঠনকে আরো শক্তিশালী করতে বৃটেনে বসবাসরত উপজেরার সকলকে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। যারা যোগ দিতে চান, তাদেরকে প্রেসিডেন্ট আব্দুল মুহিত, চেয়ারম্যান আক্তার হোসেন, সেক্রেটারী আব্দুল মুকিত নানুসহ সংগঠনের যে কারো সাথে যোগাযোগ করতে অহ্বান জানানো হয়।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, এর মধ্য বাংলাদেশে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেলোয়ারদের মাঝে খেলার উপকরণ বিতরণ ও খেলা আয়োজন করা। যার মাধ্যমে ভালো খেলোয়ার তৈরি হবে এবং মন্দ কাজ থেকে তরুণ প্রজন্মকে বিরত থাকতে সহায়তা করবে।

নবগঠিত দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, প্রেসিডেন্ট আব্দুল মুহিত, চেয়ারম্যান আক্তার হোসেন, সেক্রেটারী আব্দুল মুকিত নানু, জয়েন্ট সেক্রেটারী জালাল হান্নান, ট্রেজারার নিজাম উদ্দিন, ম্যানেজার ইমদাদুল হক খালেদ, এসিসটেন্ট ম্যানেজার মোহাম্মদ আজমল হোসেন, ইসি মেম্বার শাহেদ আলী, মোহাম্মদ আল ওয়ালিদ, মুক্তম কয়ছর। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।