মুহাম্মদ সাজিদুর রহমান :
একজন বিরল ক্ষণজন্মা মানুষ, সিলেট ৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মরণে হৃদয়ে মাহমুদ উস সামাদ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী একজন রাজনৈতিক, একজন সমাজ সেবক, প্রবাসী বিশিষ্ট কমিউনিটি এই ব্যক্তিত্ব প্রবাসীদের জন্য রোল মডেল হয়ে থাকবেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে কমিউনিটির বিশিষ্ঠজনের উপস্থিতিতে পূর্ব লন্ডনের একটি হলে এ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি । অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল এস এর পেজেন্টার মুনিরা পারভীন ও ফারহান মাসুদ । উপস্থিত অতিথিবৃন্দ হৃদয়ে মাহমুদ উস সামাদ গ্রন্থের মোড়ক উম্মোচন করেন।
পরে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মানননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এক ভিডিও বার্তা দেন।
ভিডিও বার্তায় মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, মাহমুদ উস সামাদ জীবনের একটি বড় অংশ ব্রিটেনে কাটিয়ে লেখাপড়া করে, ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে, বাংলাদেশে ফিরে গিয়ে জণগণের জন্য মনেপ্রাণে কাজ করেছেন, প্রচুর উন্নয়ন কর্মকান্ড করেছেন। তিন তিন বার সংসদ সদস্য হয়েছেন, জনগণের ভালোবাসা পেয়েছেন। তিনি যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি নেই তবুও স্মৃতি বহন করে চলেছেন তার স্বজন, শুভার্থীরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মেয়র অব সালিশবারি কাউন্সিলর আতিকুল হক, মেয়র অব কাউন্সিলর জোছনা ইসলাম, মেম্বার অব দ্যা হাউজ অব লর্ডস ব্যারানেস পলা উদ্দিন, হাইকমিশার অব বাংলাদেশ টু দ্যা ইউকে মাননীয় সাঈদা মুনা তাসনিম প্রমুখ ।