জগন্নাথপুর টাইমসরবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইব্রাহিম খলিল মাসুদ সিডনির ক্যাম্বেলটাউনে ডেপুটি মেয়র নির্বাচিত

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ,

অনলাইন ডেস্ক :

অষ্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউনে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র হলেন ইব্রাহিম খলিল মাসুদ ।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩) ক্যাম্বেলটাউনে সিটি কাউন্সিলের কাউন্সিলরদের ভোটে লেবার প্রার্থী ক্যারেন হান্টকে পরাজিত করে আগামী এক চছরের জন্য ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। তিনি সিডনির ক্যাম্বেলটাউনে বাংলাদেশিদের মধ্যে প্রথম ডেপুটি মেয়রের সম্মান ও গৌরব অর্জন করেছেন।

৪ বছর পর পর সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হলেও কোভিড মহামারির জন্য গত নির্বাচন দেরিতে অনুষ্ঠিত হয়। গত ৪ ডিসেম্বর ২০২১ সালে নির্বাচনে কাউন্সিলর খলিল মাসুদ কমিউনিটি ভয়েস ক্যাম্বেলটাউন গ্রুপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল এলাকায় সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশিরা বসবাস করে। এই কাউন্সিলে বর্তমানে দু’জন কাউন্সিলর রয়েছে।

মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জর্জ গ্রিস। তিনি নতুন ডেপুটি মেয়র কাউন্সিলর খলিল মাসুদের সাথে সৌহার্দ্যপূর্ণ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিটি কাউন্সিলের নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।