জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২১ মার্চ ২০২৩, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব লন্ডনে বাংলা টাউনে সেতারা চালের লঞ্চিং অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
মার্চ ২১, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ :

পূর্ব লন্ডনে সেতারা চালের লঞ্চিং :  চাল গুনগত মানের না হলে, টাকা ফেরত দেয়ার অঙ্গিকার

মানুষ যেন গুনগত মানের চাল নিজেদের ক্ষয়ক্ষমতার মধ্যে কিনতে পারে, সেটাকে মাথায় রেখে ‘সেতারা’ বিভিন্ন ধরনের সেই বৈচিত্র্যপূর্ণ চাল নিয়ে এসেছে বাজারে, লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে জানালেন সেতারা’র পরিচালক সাজিদ মঞ্জুর ।

বৃহস্প্রতিবার (১৬ মার্চ ২০২৩) বিকেলে পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে “সেতারা এক্সটা লং পিউর বাসমতি “ লঞ্চিং অনুষ্ঠানে— সাজিদ মঞ্জুর আরো বলেন, সেতারা কখনো মানের সাথে আপোস করে নাই । সব সম‍য় ক্রেতাদেরকে প্রাধান্য দিয়েছেন ।

প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর অ‍াব্দুল রেহমান কামরা জানান- ২০১৪ সালে ‘প্রতিদিনের ভালো খাবার’ স্লোগানে যাত্রা শুরু করে ‘সেতারা । চাল আমাদের প্রতি দিনের খাবার । সেই প্রতিদিনের খাবারে গুণগত মানের চাউ‍ল দিচ্ছে সেতারা ।

সেতারা চালের লঞ্চিং এর শুরুতে মিডিয়া এডভাইজার সাংবাদিক হেফাজুল করিম রকিব বলেন-
সেতারা এক্সটা লং পিউর বাসমতি  রাইচ টি বাংলাদেশীদের কমিউনিটির জন্য আমরা বাজারে এনেছে ।
যাতে বাংলাদেশী কমিউনিটি গুনগত মানের চাল নিজেদের ক্রয় ক্ষমতার কিনতে পারে ।

সেতারার ব্রান্ড এম্বাসাডার নিসাত খুশবু জানান –
সেতারা’র চাল গুনগত মানের না হলে, টাকা ফেরত দেয়া হবে বলেও নিশ্চিত করেন ।
তিনি বলেন – সেতারা চাল ইতিমধ্যে বড় পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠান রহিম ব্রাদার্স এ পাওয়া যাচ্ছে । খুব শিগ্রই আপনার পাশের প্রতিটি দোকানে পাবেন গুনগত মানের সেতারা এক্সটা লং পিউর বাসমতি রাইচ ।
সেতারা একটি প্রিমিয়াম ব্রান্ড। কোনো ভোক্তা যদি ভালো মানের খাবার খেতে চান, তাকে অবশ্যই ভালো দাম দিতেই হবে। বাজেটধারী ভোক্তাদের জন্য সেতারার বিশেষ মূল্য ছাড়েও কিছু পণ্য রয়েছে।সেতারা’র প্রায় ৩৬ ধরনের চাল রয়েছে । পাশাপাশি ১৩ ধরনের লবন রয়েছে ।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর অ‍াব্দুল রেহমান কামরা, ব্রান্ড এম্বাসাডার নিসাত খুশবু ও মিডিয়া এডভাইজার সাংবাদিক হেফাজুল করিম রকিব।

সেতারার লঞ্চিং অনুষ্ঠানে— ব্রিটেনের বাংলা প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।