জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আনন্দের একদিন ! প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাথে —ইমলাক খান

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আনন্দের একদিন ! প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাথে

—ইমলাক খান

১০ সেপ্টেম্বর ২০২৩, প্যারিস বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স এর আনন্দ ভ্রমনে সঙ্গী হয়েছিলাম, কিছু সুন্দর মনের মানুষদের সাথে…
রৌদ্রজ্জল সকাল, কিছু হাসি মুখ এক সাথে ৯.৩০মিনিটে
গার দো ইস্ট স্টেশন থেকে রওয়ানা দিলাম আটলান্টিকের নোনা জলে ভিজবো আমরা   ।

প্যারিসে রেখে আসলাম প্রিয় দুই মুখ যাদের আমাদের ভ্রমন সংগী হওয়ার কথা ছিল নিশ্চিত !
নিয়তি বাধা দিল, প্রকাশ দা ব্যক্তিগত কারেন আর সাবুল ভাই হঠাৎ অসুস্থ !
যদিও প্রকাশ দা আমাদের বিদায় জানাতে এসেছিলেন যাত্রা লগ্নে….আমার বিশ্বাস তাঁরাও বেদনায় কাতর ছিলেন আনন্দ ভ্রমনে সঙ্গী হতে পারেননি বলে…!
আমারা সবাই প্রকাশ দা ও সাবুল ভাইকে মনে মনে সঙ্গী করে নিয়েছিলাম, পুরো ভ্রমণেই আমারা তাদের মনে রেখেছিলাম…! তাদের শূন্যতা অনুভব করেছিলাম…!!
আসলে আমরা সময় ও প্রকৃতির কাছে বড়ই অসহায়…!
তবুও যেতে হবে সামনে, আমাদের গাড়ী চললো, আটলান্টিকের পথে…।

যেতে যেতে, পথে….প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাহ্ সোহেল ও সাধারন সম্পাদক রাসেল আহমেদের প্রানবন্ত উপস্থাপনায়, গান কথা কবিতা আর আড্ডায় আমাদের মাথিয়ে রাখলেন…..
ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ শুভ দা, রবীন্দ্র সংগীত শিল্পী মৌসুমী ভাবী, সামাজ কর্মী এন কে নয়ন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন ভাই, তরুন ব্যবসায়ী মাসুদ ভাই, কবি জুয়েল ভাই, শুচী ভাবী, সাংবাদিক ইকবাল ভাই, তরুন উদ্যোক্তা প্রধান ভাই, আবৃত্তিকার রাহুল ভাই, সুন্দর মনের মানুষ মাছুম ভাই, সাংবাদিক তাইজুল ভাই, অনেক গুণের অধিকারী আলী ভাই, রহুল আমিন ভাই, জাকির মামা, হাফিজ ভাই, বন্ধু এনাম সহ অনেকেই,
আনন্দে আনন্দে পৌঁছে গেলাম গন্তব্যে…..
মামুন ভাবীর হাতে সুস্বাদু বিরিয়ানী, রোষ্ট খাবার পালা….দুপরের খাবার শেষে, ঘটে গেল একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা, আমাদের প্রিয় মুখ এনটিভির ফ্রান্স প্রতিনিধি মামুন ভাই পিচ্ছিল খেয়ে গুরত্বর আহত, এ্যম্বুলেন্স আসলো তিনি হাসপাতালে…!
সময় ও প্রকৃতির কাছে আমরা মানুষেরা বড়ই অসহায়…! মামুন ভাবী ও বাচ্চারা মন খারাপ করে বসে ছিলেন সাগর তীরে…..

যে কথা স্মরণ রাখতে হবে আমাদের, এন কে নয়ন ভাইয়ের আমন্ত্রীত অতিথি ছিলেন দুজন ভিনদেশী, আমাদের ভ্রমন সংগী ম্যাডাম জয়নব ও তার বাবা অত্যন্ত অমায়িক ও মানবিক গুণসম্পন্ন সমাজ কর্মী জয়নব রাখলেন এক উদাহরণ মানবিকতার…..!

তিনি সমুদ্র জলে না ভেজে মামুন ভাইকে সহযোগীতা করার জন্য উনার সঙ্গী হলেন হাসপাতালে….!!
জয়নব, আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
জয় হোক মানবতার

আমাদের সকলেরই মন খারাপ, খবর এলো তেমন কিছু হয়নি প্যারিসে ফিরে পরবর্তী চিকিৎসা নিতে পারবেন তিনি, আমাদের সাথে ফিরতেও পারবেন আপন নীড়ে….!!!!
আমাদের হৃদয় একটু শান্ত হলো, শুরু হলো আটলান্টিকের জলে উল্লাস, মৌসুমী বৌদি গান গাইলেন আমরা ঠোঁট মেলালাম আটলান্টিকের নোনা জলে ভিজে ভিজে, সে এক অন্য রকম অনুভতি….!!
সাগর জলে ভিজে শান্ত হলো দেহ মন….!

এবার সাগর থেকে তীরে ফিরতে হবে সময়ের তাড়া !!
আয়োজক সংগঠনের বাঙ্গালীর ঐতিহ্যবাহী নানান ইভেন্ট আমরা সবাই কিছু সময়ের জন্য হারিয়ে গেছিলাম শৈশবে প্রিয় জন্মভূমি বাংলায় !!!
অতপর: অপেক্ষা মামুন ভাইয়ের…..
বেলা শেষে মামুন ভাই আসলেন,
আমরা এক সাথেই ফিরলাম যার যার নীড়ের পথে…
ক্লান্ত সবাই তবুও আনন্দে আমরা নেচে ছিলাম
মেথে ছিলাম উল্লাসে…..!!
আবারো দেখা হবে আমাদের
সকলের জন্য অনেক শুভকামনা……
ধন্যবাদ, প্যরিস বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।