মতিয়ার চৌধুরী,
জগন্নাথপুর টাইমস, লন্ডন ঃ
লন্ডনে সফররত একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, লেখক গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির উপদেষ্ঠা ড.নূরুন নবী ও তার সহধর্মিনী ড. জিনাত নবীর সাথে যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির প্রেসিডেন্ট সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা ও তার সহধর্মিনী সৈয়দা ফেরদৌসী পাশা কলির আয়োজনে তাদের লন্ডনের বাড়ীতে এক মতবিনিয় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ই সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশার গ্রেন্টসিলের নতুন বাড়িতে এতে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী সুধীজনরা অংশ নেন। মতবিনিময়ে মুক্তিযুদ্ধ থেকে শুরু অদ্যাবদি উগ্রবাদ ও দেশ বিরোধী অপশক্তির বিভিন্ন অপতৎপতা ও কৌশল নিয়ে আলোচনা হয়। মতবিনিময়ে উঠে আসে স্বাধীনতা বিরোধীদের দেশবিরোধী অপপ্রচারের কৌশল বিশেষ করে লন্ডন এবং আমেরিকায় উগ্রগোষ্টী পরিচালিত সামাজিক-সাংস্কৃতিক এবং চ্যারিটির ব্যানারে রাষ্ট্র বিরোধী অপতৎপরতা তাদের আন্দোলনের ধরন ইত্যাদি। নৈশভোজ আড্ডায় প্রাধান্য পায় ইউরোপ আমেরিকায় এই অপশক্তির উৎস অনুসন্ধান চিহ্নিতকরণ ও তাদের প্রতিহত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় ।
এই আড্ডায় অংশ নেন সত্যবাণীর উপদেষ্ঠা সম্পাদক, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিষ্টিার, বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা আবু মুসা হাসান, সর্বইউরোপীয় একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সেক্রেটারী, সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য নির্মূল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক কলামিষ্ট মতিয়ার চৌধুরী, সেক্রেটারী স্মৃতি আজাদ, সহসভাপতি ও সত্যবাণীর বার্তা সম্পাদক সাংবাদিক নিলুফা ইয়াসমিন হাসান, সহসভাপতি জামাল খান, যুক্তরাজ্য সিপিবি’র সাবেক নেতা সৈয়দ আব্দুর রকিব, সেভেন মার্চ ফাউন্ডেশনের সভাপতি সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদ, সত্যবাণীর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দা ফেরদৌসী পাশা কলি, যুক্তরাজ্য নির্মুল কমিটির প্রথম সদস্য ও সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস বারায় কর্মরত ফয়জুল হক ও তাঁর স্ত্রী নাসরিন হক, সুপরিচিত গার্ডেনপ্রেমী সৈয়দা বিলকিস মনসুর, ব্যবসায়ী সৈয়দ আসাদ হক ও তাঁর স্ত্রী সৈয়দা নাসিহা হক লুসি প্রমুখ।