সুনামগঞ্জ প্রতিনিধি :
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি-৫, (বি) অনুযায়ী সিনিয়র স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ ষষ্ঠ) গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরের জামান চৌধুরী সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দীনকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আফছর আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান প্রমুখ।
এদিকে, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-১ শাখার একটি প্রজ্ঞাপনে তাঁকে (১৮৩১৪) এ পদোন্নতি প্রদান করা হয়। আদেশে উল্লেখ রয়েছে, পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।
মোহাম্মদ ইসলাম উদ্দিন ২০২১ সালের ১ জুলাই ছাতকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি এ পর্যন্ত নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সিলেটের কানাইঘাট উপজেলার সন্তান মোহাম্মদ ইসলাম উদ্দিন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে রাঙ্গামাটি ও সুনামগঞ্জ জেলা প্রশাসনে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।