জগন্নাথপুর টাইমসরবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রবাস স্কিমের আওতাভুক্ত হতে মালদ্বীপ প্রবাসীদের রাষ্ট্রদূতের আহ্বান

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মালদ্বীপ সংবাদদাতাঃ

প্রবাসীরা বৃদ্ধ বয়সে ভালো ভাবে জীবন কাটানোর জন্য  সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে।  যেমন করে সরকারি চাকরিজীবীদের চাকরির পরে পেনশন পেয়ে থাকেন।  সর্বজনীন পেনশন স্কিম  আওতায় প্রবাস স্কিম সম্পর্কে জানাতে আলোচনা সভার আয়োজন করেছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস।

গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। কেউ চাইলে এই প্রক্রিয়ায় নিবন্ধন করে যুক্ত হতে পারবেন। এজন্য সরকার পৃথক একটি ওয়েবসাইট চালু করেছে। সরকারের এই কর্মসূচিকেই বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপ প্রবাসীদের নিয়েই এই আয়োজন।

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস যুক্ত করার লক্ষ্যে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে  অনুষ্ঠিত   সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম সম্পর্কে এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীব প্রা: লি: এর সিইও মাসুদুর রহমান বক্তব্য রাখেন। পরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম সম্পর্কে জানাতে  প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ ও কন্সুলার সহকারী  মো:  ইবাদ উল্লাহ।

মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনার  রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। সরকারিভাবে পেনশন স্কিমের ব্যবস্থাপনা করা হবে। এই স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী বাদে দেশের সব নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে।

কারও বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে নিবন্ধন করতে পারবেন। প্রবাস স্কিমের আওতাভুক্ত হতে মালদ্বীপের বসবাসরত প্রবাসীদের আহ্বান জানান। এছাড়াও এই বিষয় নিয়ে কোন তথ্যের জন্য সরাসরি হাই কমিশনার অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানান।

পরে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা এর উপর ভিত্তি করে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়।  অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।