জগন্নাথপুর টাইমসশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের শাবিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপন

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

শাবি সংবাদদাতা  :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কমসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক একমাত্র সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’৷ এর মধ্যে সকাল ৯ টায় ‘এডুকেটিভ এন্ড ফান সেশন উইথ টি ওয়ার্কার চিলড্রেন’ নামে দিবসের শুরুতে চা-শ্রমিক শিশুদের মাঝে এক বেলা খাবারের আয়োজন ও শিক্ষা উপকরন বিতরন করে সংগঠনটি।

এদিন দ্বিতীয় ধাপে, দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাফেটেরিয়ার সামনে গিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

এসময় কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। দুপুর আড়াইটায় শাহ পরান হল মসজিদ সংলগ্নএকটি স্থানে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট ক্লাব সাস্টের উপদেষ্টা ও শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

দিবসটি নিয়ে মাহবুবুল হাকিম বলেন “পর্যটনে সবুজ বিনিয়োগ টেকসই পর্যটনশিল্পের জন্য অধিকতর জরুরি। ঘুরাঘুরি আমাদের প্রফুল্ল রাখে, তবে আমাদের পরিবেশের দিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। পরিবেশ রক্ষা করতে না পারলে পর্যটনশিল্প তার গুরুত্ব হারাবে। আশা করি ট্যুরিস্ট ক্লাব সাস্ট এ বিষয়ে অগ্রণী  ভূমিকা পালন করবে এবং সামনে অনেক দূর এগিয়ে যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি প্রক্টর আবদুল্লাহ আল ইসলাম, ট্যুরিস্ট ক্লাব সাস্টের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক জাহিন সিদ্দিকী , সিনিয়র সহ-সভাপতি নিলয় হাসান সহ সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা । উল্লেখ্য , ১৯৮০ সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ভাবে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করে আসছে।

দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘টুরিজম এন্ড গ্রীন ইনভেস্টমেন্ট’ (পর্যটন ও সবুজ বিনিয়োগ) । এই থিমটি পর্যটনকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার উপর জোর দিচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।