জগন্নাথপুর টাইমসসোমবার , ২ অক্টোবর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

তারা আন্দোলন করুক আপত্তি নেই, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব না: লন্ডনে শেখ হাসিনা

Jagannathpur Times BD
অক্টোবর ২, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

জুবায়ের আহমদ, লন্ডনঃ

আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। গণতন্ত্রের জন্যে আওয়ামী লীগের অনেক ত্যাগ। অনেক প্রাণ গেছে, অনেক আহত, অনেকে ঘর-বাড়িহারা হয়েছেন। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি প্রবাসী ভাইবোনদের ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করি।

মুহুর্মুহু করতালির মধ্যে প্রধানমন্ত্রী বলেন ১৭ কোটি মানুষের দেশে ১৮ কোটি সিম.. আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এটা আমার শ্লোগান। আমরা চাই মর্যাদা নিয়ে বাঁচতে, আমরা ভিক্ষা করে চলব না। জাতির পিতা শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। ধ্বংসস্তুপ থেকে যাত্রা করেছিলেন, এক টাকা রিজার্ভ ছিল না। আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমি শেখ মুজিবের কন্যা। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব না।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রচুর অর্থ সম্পদ বানিয়েছে। জনগণ কিছু না পেলেও তারা মানি লন্ডারিং করে প্রচুর টাকা বিদেশে পাচার করেছে। এফবিআই সাক্ষী দিয়ে গেছে। তাদের কারণেই দেশে ইমার্জেন্সি হলো। আমাকেই প্রথম জেল খাটতে হলো। তারা আন্দোলন করুক, আমাদের কোনও আপত্তি নেই।

সোমবার (২ অক্টোবর) লন্ডনের স্থানীয় সময় বিকালে সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন।

অগ্নি সন্ত্রাস করে মানুষকে হত্যা আর দেশের সম্পদ ধ্বংস করাই বিএনপির আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, জনগণ তাদের সঙ্গে নেই। আন্দোলনের নামে তারা যদি দেশের মানুষকে আবার অত্যাচার করতে চায় তাহলে তাদের কোনও ছাড় নেই। যেকোনও মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সংবর্ধনা সভায় যোগ দিতে আগে থেকেই জড়ো হতে শুরু করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লন্ডনের বাইরের দূরদূরান্তের শহর ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও এই সভায় যোগ দিতে আসেন অনেকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।