জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে মা দিবস পালন, গুণিজন সবংর্ধনা, সংগীত ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত

Jagannathpur Times BD
মার্চ ২৮, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

লন্ডনে শিশু সংগঠন খেলাঘর এর প্রাক্তন সদস্যরা সন্তান এবং মায়েদের নিয়ে পালন করেছে মা দিবস। সঙ্গীত শিল্পী গৌরী চৌধুরী ও অন্যান্য শিল্পীদের সমবেত কন্ঠে ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়/ আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়/ মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়‘ গানের মাধ্যমে গত ১৯ শে মার্চ রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে মা দিবস পালন, খেলাঘর সংগঠন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা, শিশু-কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা, গুণিজন সবংর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যালামনাই ইন দ্য ইউকের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত পুরকায়স্থ বলেন, স্বাধীনতার পর খেলাঘরের মূল গান হয়ে দাঁড়ায় ‘এসো গড়ি খেলাঘর, এসো গড়ি বাংলাদেশ। এক সময় সংবাদের সম্পাদক বজলুর রহমান খেলাঘরের পরিচালকের (খেলাঘরের ভাইয়া) দায়িত্ব গ্রহণ করেন। তিনি খেলাঘরকে সমাজভিত্তিক শিশু সংগঠনের দিকে নিয়ে যান। শোষণমুক্ত সমাজ গঠনের আন্দোলন এ সময় খেলাঘরের মৌলিক চেতনা হয়ে উঠে। দৈনিক সংবাদের খেলাঘর পাতায় তাঁর নিজের লেখা প্রকাশিত হওয়ার কথাও স্মরণ করেন প্রশান্ত পুরকায়স্থ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুজন প্রাক্তন খেলাঘর কর্মীকে তাঁদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং গানের শিক্ষক গৌরী চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন প্রশান্ত পুরকায়স্থ ও শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু।
প্রাক্তন খেলাঘর কর্মী লেখক, গবেষক ও পরিবেশ আন্দোলন কর্মী সৈয়দ ইকবালের হাতে সম্মাননা তুলে দেন মেয়র কাউন্সিলর জোসনা রহমান ও মাহমুদ আব্দুর রউফ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে কেক কেটে মা দিবস উদযাপন করা হয় এবং পরে গান পরিবেশন করেন গৌরী চৌধুরী ও তাঁর দুই শিক্ষার্থী শুভাঙ্গী ও শাওন, শিবলু রহমান, হেলেন ইসলাম, নূরুল ইসলাম, ইভা আহমেদ, তামান্না ইকবাল, সালেহ মওসুফ, মোস্তফা কামাল মিলন ও রীপা রকিব। আবৃত্তি করেন ব্যারিস্টার এম কিউ হাসান ও লেনিন হক। নৃত্য পরিবেশনায় ছিলেন তোড়া দে। সংগত করেছেন প্রীতম এবং পাপ্পু।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।