নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ রানার্স কমিউনিটির উদ্যোগে এবার প্রথমবারের মতো হাফ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। আগামি ২০ অক্টোবর শুক্রবার এই ম্যারাথন হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হবে। এতে দুটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০০ রানার (নারী-পুরুষ) অংশ নেবেন।
১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার দুইভাগে ম্যারাথন হবে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে।
ম্যারাথনের উদ্বোধন করবেন পৌরসভার মেয়র নাদের বখত। সকাল সাড়ে নয়টায় পুরস্কার বিতরণ করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সুনামগঞ্জ রানার্স কমিউনিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, সুনামগঞ্জে এটাই প্রথম হাফ ম্যারাথনের আয়োজন। আমি নিজেও একজন রানার। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌঁড়ানো ইতিবাচক ভূমিকা রাখে। আমরা তরুণ প্রজন্মকে এর সঙ্গে যুক্ত করতে এই আয়োজন করেছি।
ম্যারাথন আয়োজনে প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের সহযোগিতা অনুপ্রাণিত করছে।