সুনামগঞ্জ প্রতিনিধি :
সড়ক আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুল্য়; এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন, বিআরটিএ ও সড়ক বিভাগের আয়োজনে শহরের ঐতিহ্যবাহী
জাদুঘরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা
জগৎজ্যোতি পাঠাগারের সামনে এসে শেষ হয়। পরে পাঠাগারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং এর সভাপতিত্বে ও জেলা
বিআরটিএ মটর যান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সভায়, এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, নিরাপদ সড়ক চাই
(নিসচা) জেলা শাখার সভাপতি মহিম তালুকদার, সাধারন সম্পাদক আবু হানিফ প্রমুখ।