সিলেটঃ
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন সিলেট, জেলা ক্রীড়া অফিস সিলেটের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭), ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)” খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- সিলেটের পুলিশ সুপার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.এস.এম. কাসেম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী, দীপাল কুমার সিংহ ও মোঃ রাজ্জাক হোসেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ উদ্দিন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সিলেট এর উপ-পরিচালক আব্দুল কাদের, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ রিপন, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ.এম.এ.মালীক ইমন, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান এবং ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)- ২০২৩’ এর উদ্বোধনী ম্যাচের ফলাফল: কানাইঘাট উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ১-০ গোলে কোম্পানীগঞ্জ উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)- ২০২৩’ এর উদ্বোধনী ম্যাচের ফলাফল: কোম্পানীগঞ্জ উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল দল ১-০ গোলে কানাইঘাট উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। সংবাদ বিজ্ঞপ্তি