জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

এমপি রুশনারা আলীর উপস্থিতিতে লন্ডনে ‘রিস্টাটর অ্যা হার্ট’ ক্যাম্পেইন সম্পন্ন

Jagannathpur Times BD
অক্টোবর ৩১, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

আপনার দুই হাতের সাহায্যে একজন মানুষের জীবন বাঁচতে পারে” স্লোগান নিয়ে লন্ডনে পালিত হলো ‘রিস্টাটর অ্যা হার্ট ২০২৩’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত ২৮ অক্টোবর শনিবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারের প্রথম তলায় আয়োজন করা হয় এক ‘সিপিআর’ (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ কর্মশালা । ইস্ট লন্ডন মসজিদ, রিসাসিটেশন কাউন্সিল এন্ড সেন্ট জন অ্যাম্বুল্যান্স এর উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কার্ডিয়াক অ্যারেস্ট মানুষকে হাসপাতালে ভর্তি কারা ছাড়া শুধুমাত্র সিপিআর দিয়ে কীভাবে সুস্থ করে তোলা যায় তা হাতে-কলমে শেখানো হয় । উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের হেড অব প্রোগ্রামস সুফিয়া আলম ও সামিনা আলী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেথনাল গ্রীন এন্ড বো আসনের এমপি রুশনারা আলী।

এরপর সেন্ট জন্স অ্যাম্বুল্যান্সের ভলান্টিয়ার কমিউনিটি ফার্স্ট রেসপন্ডার জন নিউম্যান অনুষ্ঠান মঞ্চে কার্ডিয়াক অ্যারেস্ট রোগীর ভুমিকায় অভিনয় করেন । সিপিআর দিয়ে তাঁর হার্ট জাগ্রত করতে সহযোগিতা করেন সেন্ট জন্স অ্যাম্বুল্যান্সের ভলাণ্টিয়ার ওমর মাহমুদ ও ট্রেনি ম্যানেজার ডানিয়েল বাকুস।

এরপর পুরুষ ও মহিলাদেরকে দুটো গ্রুপে ভাগ করে প্রত্যেকের হাতে একটি করে পুতুল দেওয়া হয় । বুকে চাপ দিয়ে কীভাবে সিপিআর দিতে হয় তা শেখানো হয়।

স্থানীয় এমপি রুশনারা আলীও সিপিআর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই সিপিআর ট্রেনিং শেখা উচিত। কারণ এই ট্রেনিং জানা থাকলে যেকোনো সময় নিজের পরিবারের সদস্য কিংবা বন্ধ-বান্ধবদের মধ্যে কেউ কার্ডিয়াক এরেস্ট হলে দ্রুত সিপিআর দিয়ে তাঁকে সুস্থ করে তুলতে পারবেন।

উল্লেখ্য, রিস্টাটর্ অ্যা হার্ট ২০২৩ রিসাসিটেশন কাউন্সিল ইউকের একটি বার্ষিক ক্যাম্পেইন। প্রতি বছর অক্টোবর মাসে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

এর লক্ষ্য হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট মানুষকে হাসপাতালে নেওয়া ছাড়া শুধু সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলা। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।