জগন্নাথপুর টাইমসসোমবার , ২০ নভেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকের সভা ও নতুন কমিটি গঠিত

Jagannathpur Times BD
নভেম্বর ২০, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

বর্ণিল আয়োজনে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকের ত্রি বার্ষিক সাধারণ সভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে আয়োজিত এই ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আনসার উদ্দিন। সাধারণ সম্পাদক সাইদুল আলম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাঈয়ূম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের প্রতিনিধি দেওয়ান মাহমুদুল হক, বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব কবির উদ্দিন, কাউন্সিলর সদরুজ্জামান খান, সাবেক মেয়র কাউন্সিলর দেলওয়ার খান, কাউন্সিলর এনামুল হক, কাউন্সিলর এমএ মালেক, কাউন্সিলর এমএ মান্নান, কাউন্সিলর বদরুল চৌধুরী, অধ্যাপক মাসুদ আহমেদ, আজাদ বক্স চৌধুরী, মশিউর রহমান মশনু, রবিন পাল, শফিক উল্লাহ মিসলু, মোহাম্মদ সাদ মিয়া, রশিদ আহমদ, নজমুল ইসলাম, মিজানুর রহমান মিরু, তোফায়েল আহমদ তোফা, হিফজুর রহমান, মোহাম্মদ নূর আলী নূর মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ হাবিবুর রহমান, আশরাফ মাহমুদ নেসওয়ার, এমএ কুদ্দুস ও আজাদুর রহমান আজাদ।

বক্তব্য রাখেন সাইফুর রহমান, আবুল ফয়েজ, আনসার মিয়া, কাজী মকবুল আলী, জামাল আহমদ খান, দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান, মনসুর আহমদ, তোফায়েল চৌধুরী, ফখরুল ইসলাম, সুলতানা রহমান, সিরাজ আলী, আনহার আলী, আবুল বাইছ কামরুল, শেখ আব্দুর রকিব, জাকির হোসেন জায়গিরদার, মোহাম্মদ রিপন মিয়া প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের অফিস সেক্রেটারি মোহাম্মদ আলতাব আলী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন কর্তৃক সার্চ কমিটির প্রস্তাব অনুসারে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

২৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ আনসার উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন ফয়জুর রহমান ফয়েজ।

এছাড়া কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন সিরাজ আলি। পরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ফোরামের দায়িত্বভার গ্রহণ করে।

দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির নেতৃবৃন্দ ফোরামের কর্মকান্ড আরো গতিশীল ও বেগবান করার অঙ্গীকার করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।