জগন্নাথপুর টাইমসসোমবার , ২০ নভেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে জুয়াকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

Jagannathpur Times BD
নভেম্বর ২০, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ  :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জুয়াক-এর আয়োজনে সম্প্রতি লন্ডনের একটি হলরুম পরিণত হয়েছিল মিনি জাহাঙ্গীরনগরে।

জুয়াকের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুয়াকের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব পারভেজ মল্লিক ও মাহবুবা জেবিন। প্রথমেই সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলীম আল রাজীসহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাকালীন সহ–সভাপতি আব্দুর রহমান মিঠু।

পরবর্তীতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ড. সাবের শাহ, ইজলাল সিদ্দিকি সোহেল, সৈয়দ শাহিন আহমেদ, জহিরুল ইসলাম, রানা ইসলাম, আহসান উল্লাহ্, রাকিব উদ্দিন শাহিন, মো. নজরুল ইসলাম, সিনা আকন্দ, নাসিমা সুলতানা চৌধুরী, ওয়াকারুল আমিন রনি, হাবিবে আলম, সিকান্দার আলী সিকো, নূর হাসান মামুন টুটুল, আশরাফুল আলম, মতিউর রহমান মতিন, আনিসুর রহমান, মুকিত শামস জয়, চৌধুরী নিয়াজ মাহমুদ, সাইদউদ্দিন আহমেদ, জুলফিকার আলি ভুট্টো, ফারহানা ইয়াসমিন চমন, মোরশেদ ঠাকুর, সৈয়দ ইফতিখার ইফতি, আনিকা হক, ফারহানা করিম একা, নিলিমা আহমেদ, মুশফিকুর রহমান ভূঁইয়া জেম, মো. সায়েম, বুলবুল আহমেদ, মুনতাসির আহমেদ, সজীব ভূঁইয়া, মাহমুদা রাজ্জাক, শফিকুজ্জামান চৌধুরী জাবেদ, রায়হানুর রহমান, মুফাক্কারুল রহমান সৈকত, হুমাইরা সুলতানা মৌরী, ওমর ফারুক জাবেদ, মাহমুদুল হাসান অয়ন, জান্নাতুননেসা চয়ন, সিরাজুস সালেহিন জামিল।

ডিনারের পর মাহবুবা জেবিনের পরিচালনায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর সমস্বরে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। শিশুরাও এ সময় জাতীয় পতাকা নেড়ে গানে সুর মিলায়।

শিশুশিল্পী আরওয়া রশিদের দেশের গান আবেগআপ্লুত করে সবাইকে। এরপর মঞ্চে আসেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী তামান্না প্রমি। তাঁর গানের সঙ্গে এনি জামান, রুমানা তুলি, জাকিয়া তাসনিম, চমন জামান, একা, তাহমিনা পণ্ডিতের দলীয় নৃত্য ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জাহাঙ্গীরনগর জুয়াকের সভাপতি মো. শহিদুল ইসলাম।- সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।