নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ-৩ আসনে তৃর্ণমূল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর, ২০২৩) মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি দুপুরে নির্বাচন সহকারি রিটার্নিং অফিসার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের হাতে মনোয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে শাহীনুর পাশা চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন একটি অভাব, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এবিষয়ে আশ্বস্থ করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি মাওলানা শাহীনুর পাশা কয়েকটি ইসলামী দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে শাহীনুর পাশা অংশ নেয়ায় তাকে কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি পদসহ দলের সকল পযার্য়ের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। এরই প্রেক্ষিতে শাহীনুর পাশা জমিয়ত থেকে পদত্যাগ করে তৃর্ণমূল বিএনপিতে যোগদান করেন।