জগন্নাথপুর টাইমসবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জাফরাবাদ হাইস্কুল এন্ড কলেজ ডেভেলাপম্যান্ট কমিটি ইউকে’র কমিটি পুনর্বিন্যাস

Jagannathpur Times BD
ডিসেম্বর ১৩, ২০২৩ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

জাফরাবাদ হাই স্কুল এন্ড কলেজ ডেভেলাপম্যান্ট কমিটি, ইউকে’র কার্যকরী কমিটির এক সফল সাধারণ সভা সম্প্রতি  পূর্ব লন্ডনের একটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিলাতের বিভিন্ন শহর থেকে কমিটির সর্বস্তরের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ফয়জুন নূর (মাসুক মিয়া) এবং পরিচালনা করেন যৌথভাবে সহ-সেক্রেটারি ইকবাল আহমদ ও  আমিনুর রহমান ইয়াহিয়।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন  আশরাফুল হক খান রোমান।

সিলেটের দক্ষিণ সুরমার অন্তর্গত ঐতিহ্যবাহী জাফরাবাদ গ্রামে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ’। এর উন্নয়নে সহযোগিতা করার নিমিত্তে যুক্তরাজ্যে বসবাসরত উক্ত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ২০১৬ সালে গঠন করা হয় ‘জাফরাবাদ হাই স্কুল এন্ড কলেজ ডেভেলাপম্যান্ট কমিটি, ইউকে’। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এ সংগঠনটি যাত্রা শুরু করার পর থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিরাট অংকের আর্থিক সহায়তা দিয়ে আসছে। কিন্তু সম্প্রতি এ সংগঠনের সাথে সংশ্লিষ্ট কিছু বিশিষ্ট ব্যক্তির পরলোকগমন, কিছু গুরুত্বপূর্ণ পদের দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব পালনে অপরাগ হওয়া বা ঐ পদগুলো শূন্য হওয়া ইত্যাদি নানাবিদ কারণে বেশ কিছুদিন ধরে সংগঠনের বিভিন্ন সভাসমূহ কোরাম সংকটে ভুগছে। যার ফলে কোন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে না এবং সংগঠনের কার্যক্রমে স্তবিরতা দেখা দিয়েছে।

সংগঠনটির বর্তমান ৫১ সদস্য বিশিষ্ট বিশাল কমিটি সেই শুরু থেকে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসলেও বিগত বেশ কিছুদিন থেকে সংগঠনে কার্যক্রমে শুধুমাত্র মুষ্টিমেয় নির্দিষ্ট কয়েকজনকেই দেখা যাচ্ছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণ বিলাতে বসবাস করলেও সংগঠনের কার্যক্রমে তাদের উপস্থিতি নিতান্তই অল্প, যা সত্যিই হতাশাব্যঞ্জক। এমতাবস্থায় এ সংগঠনে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং যুক্তরাজ্যে বসবাসরত সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের  ব্যাপক হারে এর সাথে সংশ্লিষ্ট করে একে একটি সার্বজনীন ও উন্নয়নমূখী সংগঠনে রূপান্তর করা সময়ের দাবি। এই দাবিকে সামনে রেখে এবং সংগঠনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সাধারণ সভা আয়োজন করা হয়।

সভার আলোচ্যসূচির বিভিন্ন বিষয়ের উপর ব্যাপক আলাপ-আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে সংগঠনকে তার লক্ষ্যপানে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে এর কয়েকটি গুরুত্বপূর্ণ শূন্য পদে নতুন সদস্যদের পদায়ন ও কারো কারো পদবী অদল-বদল করা হয়। এতে উপস্থিত সকলের পূর্ণ সমর্থনে সভাপতির শূন্য পদে নিযুক্ত হন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি  ফয়জুন নূর (মাসুক মিয়া), সেক্রেটারির শূন্য পদে নিযুক্ত হন সাবেক ট্রেজারার জনাব তহুর আলী, সিনিয়র যুগ্ম-সেক্রেটারি নিযুক্ত হন জনাব আমিনুর রহমান এহিয়া, ট্রেজারার হিসাবে নিযুক্ত হন সাবেক যুগ্ম-সেক্রেটারি ইকবাল আহমদ এবং সহ-ট্রেজারার হিসাবে  ইলিয়াস আলী।

কমিটির অন্যান্য সকলে তাদের আগেকার নিজ নিজ দায়িত্বে বহাল থেকে দায়িত্ব পালন করে যাবেন। আগামীতে নতুন কমিটি পুনর্গঠনের আগ পর্যন্ত এই কমিটি এখন থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবেন।

সভায় উপস্থিত থেকে উপরোল্লিখিত সিদ্ধান্ত গ্রহণে যারা আলোচনায় অংশগ্রহণ করেন তারা হলেন, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পিকার ও সংগঠনের উপদেষ্ঠা খালিস উদ্দিন আহমেদ, উপদেষ্ঠা ও কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল মুক্তার সাইস্তা, সহ-সভাপতি মশাহীদ হোসেন, সহ-সভাপতি আব্দুল হক আবু, সহ-সভাপতি আব্দুল বাতিন, সুলেমান মিয়া, মধু মিয়া, কার্যকরী সদস্য আব্দুল হাফিজ ফজলু, আলমাস খান আজাদ, যুগ্ম-সেক্রেটারী এম এ আলী, যুগ্ম-সেক্রেটারি দৌলত হোসেন, আব্দুল কাদির খান কপিল, বদরুল হক সাহীন, আহবাবুর রহমান জাহেদ, যুগ্ম-সেক্রেটারী মিসবাহুল বারী, এডুকেশন সেক্রেটারী এনামুল কাদির লিটন, রায়েদুল হক, আব্দুল মুমিন টুটুল, কার্যকরী সদস্য মনসুর আহমদ, স্পোর্টস সেক্রেটারী সাহেদুর রহমান, সাংগঠনিক সেক্রেটারী অবায়দুর রহমান জুহেদ, এমদাদুল হক খালেদ, আলতাব হোসেন, জাবেদুর রহমান জানু, আবু হানিফ, তারেক হোসেন, মুর্শেদ নূর, অপু আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।