জগন্নাথপুর টাইমসশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে যোগদান করেছেন ড. হারুন-অর-রশিদ

Jagannathpur Times BD
ডিসেম্বর ১৬, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ,

অনলাইন ডেস্কঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বুধবার বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু চেয়ারকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সম্বলিত সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। এরআগে গত ২ ডিসেম্বর ২৫২তম সিন্ডিকেট সভায়  ড. হারুন-অর-রশিদকে বঙ্গবন্ধু চেয়ার পদে মনোনয়ন প্রদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।