নিজস্ব প্রতিবেদকঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছিলেন একটি স্বাধীন দেশ। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে একটি উন্নয়নশীল বাংলাদেশ উপহার দিচ্ছেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেছেন, পাকবাহিনী এদেশের মানুষকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে চেয়েছিল। এই গোলামির শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করে একটি স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা নির্মাণে বঙ্গবন্ধু যখন কাজ শুরু করেন। তখন ঘাতকরা তাঁকেসহ তাঁর পরিবারের লোকজন হত্যা করে একটি কলঙ্খিত ইতিহাসের জন্ম দেয়। এরপর যোগ্য নেতৃত্বের অভাবে দেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়নে কাজ শুরু হয়। গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে
উন্নয়নের এক বিপ্লব ঘটেছে। এশিয়ার বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক এগিয়ে। শিক্ষা, যোগাযোগ,বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান,বাসস্থানসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে চলছে। এই উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আওয়ামী লীগের সরকারের বিকল্প নেই।
মন্ত্রী আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে।
তিনি বলেন, বিএনপির এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এভয়ে তাঁরা নির্বাচনে অংশ না নিয়ে জ্বালাও, পুড়াও,আগুনসন্ত্রাসের মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে।
তাঁরা রাজপথে পারে নাই।চোরাইপথে নাশকতা করছে। এসব অপকর্ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোনধরণের বেআইনী কাজ করে কেউ পার পারে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ সভাপতিত্বেও অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কমিটির সিদ্দিক আহমদ. জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
এরআগে দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি নিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ