জগন্নাথপুর টাইমসরবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ইয়াছিনবাগ ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

Jagannathpur Times BD
ডিসেম্বর ১৭, ২০২৩ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত
হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় চেচান বাজারে ইয়াছিন বাগ
ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হক স্মৃতি পাঠাগারের উদ্দ্যোগে এ
আলোচনা সভা অনুষ্টিত হয়। ইয়াছিন বাগ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা নূরুল
হক স্মৃতি পাঠাগারের প্রতিষ্টাতা ও সভাপতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-
সভাপতি এডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক সাংবাদিক শামীম আহমদ তালুকদার ও
দক্ষিন খুরমা ইউপি প্যানাল চেয়ারম্যান মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর এরর
যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
দক্ষিন খুরমা ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বলেন. বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান এর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস হানাদার পাকিস্তানীদের বিরুদ্ধে
যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। ৩০ লাখ মানুষের প্রাণ,
২ লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন
মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্তবিজয়। জাতিকে মুক্ত করেছিলেন
পরাধীনতার শৃঙ্খল থেকে। এই ডিসেম্বরে বাংলার আকাশে উদিত হয়েছিল
স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা। আজ এই বিজয়ের আনন্দের
দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের। তিনি আরো
বলেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে “স্বল্পোন্নত” দেশে উন্নীত
করেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে “উন্নয়নশীল” দেশের কাতারে নিয়ে
গেছেন। স্বাধীনতার পর বিগত ৫২ বছরে আমাদের যা কিছু অর্জন, তা জাতির
পিতা এবং তার তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে
বিশ্বদরবারে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ক্ষুধা-
দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশে পরিণত হবে, ইনশা আল্লাহ।

সভায় এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি লাল মিয়া তালুকদার, নুর মিয়া
তালুকদার, দেবাশিষ দাস টুকটুক প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।