আহমাদুল কবির, মালয়েশিয়া :
মালয়েশিয়ার ক্যাম্পে আটক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীর মধ্যে সাজা শেষে ১২,৩৮০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত এদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ ২০২৩ ) এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে কোন দেশের কতজন তা বিবৃতিতে উল্লেখ করেননি তিনি।
তবে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, এই সংখ্যার মধ্যে ৯,৬০৬ জন পুরুষ এবং ২,৭৭৪ জন মহিলা রয়েছেন।
তার মতে, ইমিগ্রেশন ডিপোতে রাখা তিন শ্রেণীর বন্দী, যেমন বিদেশী বন্দী, তাদের কারাগারের মেয়াদ শেষ করেছে এবং তাদের মূল দেশে নির্বাসনের জন্য ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
“এছাড়া, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ বা ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন করে এমন অপরাধের জন্য অভিবাসন দ্বারা গ্রেফতারকৃত বিদেশী বন্দিদের পাশাপাশি অন্যান্য অভিবাসন অপরাধ যা এখনও তদন্তাধীন।
রুসলিন বলেছেন, ৩০ মার্চ পর্যন্ত, মোট ২৭,৫৭২ নিয়োগকর্তার মাধ্যমে ৩২২,১৮২ জন অভিবাসী ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন (আরটিকে)”র বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন।
গত ১০ জানুয়ারী, সরকার বিদেশী কর্মীদের চাহিদা মেটাতে একটি পরিমাপ হিসাবে কর্মশক্তি পুনঃনির্মাণ কর্মসূচি এবং বিদেশী কর্মী কর্মসংস্থান শিথিলকরণ পরিকল্পনার পুনঃ বাস্তবায়নের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে বিদেশী শ্রমিকদের ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় উভয় বিষয়েই একমত হয়।
ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্ল্যান গত ৩১ ডিসেম্বরে শেষ হলেও গত ২৭ জানুয়ারি পুনরায় চালু করা হয়। যা চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ছবির তথ্য—
মালয়েশিয়ার ক্যাম্পে আটক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীর মধ্যে সাজা শেষে, জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ১২,৩৮০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফাইল ছবি।