সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-(০৫) ছাতক-দোয়ারাবাজার
নির্বাচনী এলাকায় গণফোরাম মনোনীত প্রার্থী আইয়ূব করম আলী বলেছেন,
বিগত নির্বাচনে আমরা দেখেছি অনেক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তাদের
নিজের ভোট দিতে পারেনাই, এমনকি দিনের ভোট রাতে হয়েছে। এবারের
নির্বাচন আশা করি অবাধ ও সুষ্ট নিরপেক্ষ হবে, আমেরিকাও তা চায়। আগামি
৭ জানুয়ারী উদিয়মান সূর্য্য প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি
আরো বলেন, নির্বাচিত হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মাস্টারপ্লান করে
গোবিন্দগঞ্জকে পরিকল্পিত নগরি গড়ে তোলা ও ৫ বছরের মধ্যে গোবিন্দগঞ্জ
এলাকায় একটি শিল্প কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আজ
বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এক নির্বাচনী
জনসভায় তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বি আবরুছ আলীর সভাপতিত্বে ও কাজী আব্দুস সামাদ এবং
জামরুল ইমলাম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার
উপজেলা গণফোরামের আহবায়ক কাজী ফয়েজ মিয়া, শ্রমিক নেতা রজব আলী,
আকদ্দুছ আলী,আব্দুল হক, আতাউর রহমান, রুহুল আমিন প্রমুখ।