নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :
এই সরকার শিক্ষাবান্ধব সরকার, উন্নত জাতি, সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে আওয়ামীলীগ সরকার বারবার দরকার। দেশের সামগ্রিক উন্নয়নে এই শিক্ষাবান্ধব সরকারের বিকল্প নেই।
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী শাহার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে এসে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন একথা গুলো বলেন।
সোমবার (১ জানুয়ারি) ৬৮ নং শাহার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খছরু হোসেন কামালীর উপস্থিতিতে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের তত্ত্বাবধানে এ বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জগন্নাথপুর উপজেলা পরিষদের জনপ্রিয় নন্দিত ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন।
তিনি আরো বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে এই সরকার।
সে অনুযায়ী সোমবার বছরের প্রথম দিনে দেশের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে। তারি ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলায় গ্রামীণ জনপদেও ৬৮ নং শাহার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বছরের প্রথমদিনে বই উৎসবে এসে এবং নতুন বই নিয়ে ছিল শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস আর অফুরন্ত আনন্দ। ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ উপহার দেওয়া শুধু এই সরকারের পক্ষে সম্ভব।
এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, অভিবাবক ও এলাকার সচেতন শিক্ষানুরাগী, সমাজকর্মীদের আনন্দঘন উপস্থিতিতে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য এনসিটিবি সূত্রমতে, এবার সারা দেশে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজারের মতো নতুন বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।