জগন্নাথপুর টাইমসশনিবার , ১ এপ্রিল ২০২৩, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণের দাম বাড়লো, ভরি লাখ টাকা ছুঁই ছুঁই

Jagannathpur Times BD
এপ্রিল ১, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ :

বাংলাদেশের বাজারে স্বর্ণের ভরি ৯৯ হাজার টাকা ছাড়াল। এক সপ্তাহের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। স্বর্ণের দাম এখন বেড়ে  ভরি লাখ টাকা ছুঁই ছুঁই ।

শনিবার (১ এপ্রিল ২০২৩) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।  রবিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা।

আজ শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা।

বাজুসের মুল্য তালিকায় দেখা গেছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ৯৪ হাজার ৬৫৩ টাকা হয়েছে। বর্তমানে দাম রয়েছে ৯৩ হাজার ১৯৫ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ১২৩ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২২৫ টাকা। আজ পর্যন্ত এইমানের স্বর্ণের ভরি ছিল ৭৯ হাজার ৮৯৮ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৭ হাজার ৫৯৩ টাকা। এই মানের স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। আগে দাম ছিল ৬৬ হাজার ৫৪৩ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।