সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪।
শনিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজাল।
তিনি বলেন, আগামী রবিবার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিজ বাড়িতে অবস্থান করছেন। তাই ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এ সময়ের মধ্যে শিক্ষকরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন না বলে জানিয়েছেন। ফলে আগামী ১৮ জানুয়ারি ঘোষিত শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার শাবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।