জগন্নাথপুর টাইমসবুধবার , ১০ জানুয়ারি ২০২৪, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

এবছর লন্ডনে প্রভাতফেরি হবে ২৪ ফেব্রুয়ারি, আহবায়ক কমিটি গঠন

Jagannathpur Times BD
জানুয়ারি ১০, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

জামাল খান :

লন্ডনে প্রভাতফেরী আয়োজন পরিষদের আহ্বায়ক গোপাল দাস ও সদস্য সচিব জামাল আহমদ খান নির্বাচিত।

আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ২/৩ দিন পরে হলেও এ বছর লন্ডনে প্রভাতফেরি অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি শনিবার।

এ উপলক্ষে একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যের এক সভা ( ভার্চুয়াল ) গত ০৮ জানুয়ারি সোমবার সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত হয়।

এবছর লন্ডনে একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম সদস্য নিসার আহমদ।

সভায় উপস্থিত ছিলেন আবেদ আলী আবিদ, আবু মুসা হাসান, নিসার আহমদ, জামাল আহমদ খান, গোপাল দাস, শাহরিয়ার বিন আলী, ইফতেখারুল হক পপলু প্রমুখ।

সভায় এ বছর লন্ডনের আলতাব আলী পার্কে একুশের প্রভাতফেরী আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা থেকে বিগত আট বছরের ধারাবাহিকতায় এবারও লন্ডনের আলতাব আলী পার্কে ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রভাতফেরীর সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রভাতফেরী শেষে দুপুর সাড়ে ১২ টায় ব্রাডি আর্ট সেন্টারে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ বছরের প্রভাতফেরি ও শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।

প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হিসেবে সাংস্কৃতিক সংগঠক গোপাল দাস এবং সদস্য সচিব হিসেবে জামাল আহমদ খান কে নির্বাচিত করা হয়।

বিলেতে ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সভা থেকে বিলেতের বাংলাদেশী নতুন প্রজন্মসহ অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে একুশের গৌরবোজ্জ্বল ইতিহাস ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রভাতফেরীতে সবার অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।