জগন্নাথপুর টাইমসরবিবার , ২ এপ্রিল ২০২৩, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীরা মার্চ মাসে প্রায় ২০১ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছেন

Jagannathpur Times BD
এপ্রিল ২, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান :

চলতি বছরের মার্চ মাসে প্রায় ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত আগস্টে ২০৩ কোটি (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রবিবার (২ এপ্রিল ২০২৩) বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রমজানের পরিবারের খরচ ও ঈদের কেনাকাটার কারণে এই মাসে বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। ফেব্রুয়ারি মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি এসেছে গত মাসে। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

এছাড়া আগের বছরের (২০২২ সারের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮ দশ‌মিক ৪৯ শতাংশ বা ১৫ কো‌টি ৮০ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।