সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠে দন্ডায়মান বোরো ধানের সার্বিক অবস্থা ও কর্তন পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ( ০২ এপ্রিল, ২০২৩ ) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
সভা সঞ্চালনা করেন সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম।
এ সভায় সকল উপজেলা কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং সভায় জুম প্লাটফর্মে উপজেলা নির্বাহী অফিসারগণ সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২,২২,৩০০ হেক্টর। অর্জন হয়েছে ২,২২,৭৯৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯৫ হেক্টর বেশি। এই মুহূর্তে মাঠে বোরো ধানের স্থর বুটিং, দুধ অবস্থা এবং দানা অবস্থায় আছে।
আগামী ১৫ এপ্রিল ২০২৩ থেকে পুরোপুরিভাবে বোরো ধান কর্তন শুরু হবে। মাঠে বর্তমানে ফসলের অবস্থা ভালো। বিভিন্ন উপজেলায় ভর্তুকির আওতায় ৬৬৫টি সচল কম্বাইন হারভেস্টার আছে।
তাছাড়া এ মাসের মধ্যে আরও কিছু কম্বাইন হারভেস্টার ভর্তুকির মাধ্যমে বিতরণ করা হবে। বোরো ধান কর্তনে সুনামগঞ্জ জেলায় শ্রমিকের কোন সংকট হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল পাওয়া যাবে বলে আশা করা যায়।