সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :
বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাত্যহিক সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সমাবেশ শেষে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতি হিসেবে ছিলেন বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব সৈয়দ মুহাদ্দিস আহমদ। সিনিয়র শিক্ষক সুমন মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমিক হেড বিজিত দেব রায়,বিজ্ঞানের শিক্ষক তাহমিনা শফিক।
আলোচনা সভায় ও অনুষ্ঠানের সভাপতি ও বি.বি.আই.এস এর মাননীয় অধ্যক্ষ জনাব সৈয়দ মুহাদ্দিস আহমদ তাঁর বক্তব্যে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরেন সেই সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে বলেন।এই সময় তিনি সকল শহিদ ও মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করেন।
এসময় অন্যনাদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাজভীন আক্তার, নাহিদা আক্তার।
এরপরে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রাহুল পদ দে সরকার, চিত্রাঙ্কন এর শিক্ষক সুমনা সাহা ও সংগীত শিক্ষক পপি রানী দেব তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।
সবশেষে অমর একুশে উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শেখ রাসেল দিবসে সুন্দর হাতের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা অনুষ্ঠিত হয়।