জগন্নাথপুর টাইমসশনিবার , ৯ মার্চ ২০২৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকে সামনে রেখে ‘টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশন’ সংগঠনর আত্মপ্রকাশ

Jagannathpur Times BD
মার্চ ৯, ২০২৪ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান :

যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রীন এন্ড স্টেপনী আসনে একজন প্রকৃত জনপ্রতিনিধিকে প্রার্থী হিশেবে বাছাই করতে ‘টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশন’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে । এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, আগামী নির্বাচনে এই আসনে আমরা এমন একজন প্রার্থী বাছাই করতে চাই, যিনি এমপি নির্বাচিত হলে পার্লামেন্টে এলাকার মানুষের মতামতকে প্রধান্য দেবেন । পার্লামেন্টে গিয়ে নিজের ও দলের স্বার্থ চরিতার্থ করতে এলাকাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করবেন না।

মঙ্গলবার (৫ মার্চ ) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশন-এর পক্ষে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুশ শুকুর খালিসদার, সিরাজুল হক সিরাজ, আব্দুর রহমান ইসা, হাসান হক, হাফিজ মোশতাক আহমেদ, রুহুল তরফদার, হাফিজ মাওলানা শামসুল হক, ব্যারিস্টার আতাউর রহমান ও সালমাল ফার্সি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইসরাইলের অব্যাহত বোমা হামলায় এ পর্যন্ত গাজায় ৩০ হাজারেরও বেশি নারী, শিশু ও পুরুষ নিহত হয়েছেন । এই গণহত্যার ঘটনায় টাওয়ার হ্যামলেটসের মানুষ আশা করেছিলো, তাদের জনপ্রতিনিধি পার্লামেন্টে সোচ্চার ভুমিকা পালন করবেন । কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান এমপি রুশনারা আলী গাজায় যুদ্ধ বিরতি বন্ধের পক্ষে ভোট প্রদান থেকে বিরত থেকেছেন । তাঁর এই নীরব ভুমিকা কমিউনিটির মানুষকে চরমভাবে ব্যথিত করেছে।

লিখিত বক্তব্যে আরো বলা হয়- এটা একেবারেই পরিস্কার যে, যুক্তরাজ্যের রাজনীতি ভেঙে পড়েছে এবং ম্যান্ডেট অনুযায়ী জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না । স্থানীয় ও জাতীয় স্বাস্থ্য সেবা, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, ব্রেক্সিটসহ নানা কারণে আমরা স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মারাত্মক হুমকির মধ্যে রয়েছি । এর স্পষ্ট প্রমাণ, ব্রিটেনের মূলধারার দলগুলির রাজনীতি যেমন আমাদের ব্যর্থ করছে তেমনি আমাদের প্রেরিত প্রতিনিধি শুধু কমিউনিটির মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করতে ব্যর্থই হননি, ‌ন্যুনতম মানবিকতা প্রদর্শনেও খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

চলমান অবস্থার প্রেক্ষিতে মানুষ ও মানবিকতার জন্য রাজনৈতিক দলগুলির শৃঙ্খল থেকে মুক্ত একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে সারাদেশের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যা আগামী সংসদ নির্বাচনে সংসদীয় প্রার্থীদের সমর্থন করবে । কমিউনিটি কোয়ালিশনের মাধ্যমে আমরা সবধরনের অন্যায়ের বিরুদ্ধে এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবো।

টাওয়ার হ্যামলেটের জনগণ বিগত কয়েক দশক ধরে সক্রিয়ভাবে রাজনীতির অগ্রভাগে রয়েছে। ইতিমধ্যে কমিউনিটির সেবাপ্রদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এবারও সময় এসেছে পরিবর্তনের । ওয়েস্টমিনস্টারের করিডোরগুলিতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার লীডার স্যার কেয়ার স্টারমার, যারা বর্তমানে যুক্তরাজ্যের রাজনীতিকে একটি কার্টেলের মতো পরিচালনা করছেন, তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে । যেসব রাজনৈতিক নেতাকে সমাজের উন্নয়নে মানুষের পাশে পাওয়া যায় না, টাওয়ার হ্যামলেটসের মানুষের এমন রাজনীতিবিদদের সরিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে।

২০০৩ সালে ইরাক যুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ নিহত হোন । এই যুদ্ধকে সমর্থন করেছিলেন বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের তৎকালিন এমপি ওনা কিং। ২০০৫ সালের জাতীয় নির্বাচনে বেথনাল গ্রীন ও বো আসনের মানুষ ওনা কিং এমপিকে ক্ষমতাচ্যুত করে সমুচিত জবাব দিয়েছিলো।

ঠিক একইভাবে ২০১০ সালে লেবার পার্টি অন্যায়ভাবে তৎকালিন মেয়র প্রার্থী লুৎফুর রহমানের মনোনয়ন কেড়ে নিয়েছিলো । তখন লুৎফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন । টাওয়ার হ্যামলেটসের মানুষ লুৎফুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করে সেই অন্যায়ের জবাব দিয়েছিলো । এরই ধারাবাহিকতায় ২০২২ সালের মেয়র নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থীকে ধরাশায়ী করে আবারও স্বতন্ত্র মেয়র নির্বাচিত হোন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী সংসদ নির্বাচনে যারা বেথনাল গ্রীন ও বো আসনে প্রার্থী হতে আগ্রহী তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার আহবান জানাই । আমরা কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি মনোনয়ন প্যানেল তৈরি করবো। ওই প্যানেল এমন একজন প্রার্থী বাছাই করবে যিনি কমিউনিটির সর্বস্তরের মানুষের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করবেন এবং জনগণের জন্য কাজ করতে দলীয় রাজনীতি এবং বহিরাগত লবিংয়ের প্রভাব থেকে বিরত থাকবেন ।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের নিয়ে প্রথমে মননোয়ন প্যানেল একটি লম্বা তালিকা তৈরি করবে । ওই তালিকা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে একটি ছোট তালিকা প্রকাশ করা হবে । তারপর ছোট তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে হাস্টিং হবে । হাস্টিংয়ে যে প্রার্থী যোগ্যতার প্রমাণ দিবেন তাঁকে আগামী নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশন’ -এর প্রার্থী ঘোষণা করে তাকে বিজয়ী করতে কাজ করা হবে । যারা প্রার্থী হতে আগ্রহী কিংবা কোনো ব্যক্তি যদি কাউকে মনোনীত করতে চান তাহলে info@thcoalition.com ইমেইলে যোগাযোগ করতে আমরা অনুরোধ জানাচ্ছি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।