নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষকদের বরণ করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক সভায় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি হারুন রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস, প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
পরে ২৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এরআগে শুরুতে ২০২৩ সালে যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।