নিজস্ব প্রতিবেদক ;
উদ্বোধন হয়নি তার আগেই, ত্রুটি পরিলক্ষিত হয়েছে দেশের সর্বাধুনিক সিলেটের কদমতলী বাস টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে । এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শনিবার (১ এপ্রিল ২০২৩) বিকেলে সিলেট নগর ভবনের সভা কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নির্মাণকারী সংস্থা এখনো সিসিকের কাছে এই প্রকল্পটি হস্তান্তর করেনি। তবে দেশের সবচেয়ে অত্যাধুনিক বাস টার্মিনালের একটি অংশে ত্রুটির খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে টার্মিনালটি পরিদর্শন করেন। এ নিয়ে জনমনে যেন কোন বিভ্রান্তি না ছড়ায়-সেজন্য বিশেষজ্ঞদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
সংবাদ সম্মেলনে মেয়র আরো জানান, বাস টার্মিনালের ত্রুটি তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এই কমিটি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ও সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সমন্বয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।