জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১৫ মার্চ ২০২৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জলদস্যুরা জাহাজটিকে গোদবজিরান উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে

Jagannathpur Times BD
মার্চ ১৫, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান, অনলাইন ডেস্ক:

ভারত মহাসাগর থেকে অপহরণ করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে সোমালিয়ার উপকূলে নেয়ার একদিনের মাথায় আরেক এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।

বর্তমানে জাহাজটি আগের নোঙর করা এলাকা থেকে ৫০ নটিক্যাল মাইল উত্তরে এবং গোদবজিরান উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয় নিশ্চিত করেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘গতকালের নোঙর করা পয়েন্ট থেকে ৪৫-৫০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি সরিয়ে নেয়া হয়েছে। যা সোমালিয়ার গোদবজিরান উপকূলীয় এলাকা থেকে ৪ নটিক্যাল মাইল দূরে। এখনো পর্যন্ত দস্যুরা কোনো পক্ষের সাথে যোগাযোগ করেনি।’

 

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের। জাহাজটি সাধারণ পণ্য পরিবহণ করে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।