জগন্নাথপুর টাইমসসোমবার , ১৮ মার্চ ২০২৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগের রাজনীতি করে গেছেন -প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

Jagannathpur Times BD
মার্চ ১৮, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগের রাজনীতি করেছেন।ভোগবিলাশির রাজনীতি করেন নাই। শৈশব থেকে মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ শিকারকরে গিয়েছেন। আমাদেরও এই রমজানে সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে চলতে হবে। আপনারা ব্যবসায়ী যারা রমজান মাসে নিত্যদ্রব্য পণ্যে অতিরিক্ত মুনাফা না করে কম লাভে বিক্রি করে মানুষদের স্বস্তিতে রোজাপালনে সহায়তা করেন। গতকাল(১৭ মার্চ) রবিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত গরীব অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে পণ্য বিক্রয় করার জন্য অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন,আপনারা ব্যবসা করেন লাভ করেন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই রমজান মাসের সুযোগ নিয়ে অতিরিক্ত লাভ করা সেটা সঠিক নয়। দ্রব্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি অ্যাডভোকেট মোশাহিদ আলী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদাল মিয়া, চেয়ারম্যান পীর মজনু মিয়া ও সাবেক চেয়ারম্যান হারুন মিয়া । ইফতার বিকরণ কালে এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান ,গোয়লাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানমানিক,অর্থ সম্পাদক শাহ নুরুর রহমান সানুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ফেরদৌস খান ও লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকী, ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান গোলাম কিবরিয়া, শাহেদ আহমদ মুছা, আখলাকুর রহমান, গোলাম রব্বানী সুমন ও ওলি উল্যাহ বদরুল প্রমূখ। অনুষ্ঠানে ৬ শত গরীব অসহায় ও পথচারিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।