জগন্নাথপুর টাইমসসোমবার , ৩ এপ্রিল ২০২৩, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২১শে জুন

Jagannathpur Times BD
এপ্রিল ৩, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সর্বশেষ সিলেট সিটি করপোরেশনে ভোট হয় ২০১৮ সালের ৩০ জুলাই । তারিখ ঘোষণার পর সিলেট নগরে এখন নির্বাচনী হাওয়া বইছে।

সোমবার (৩ এপ্রিল ২০২৩) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

২১শে জুন এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন ও অনুষ্ঠিত হবে।এছাড়াও গাজীপুর সিটি নির্বাচন ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং সিসি ক্যামেরাও থাকবে কেন্দ্রে কেন্দ্রে। ভোটের আপডেট ইসির নিজস্ব কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।