জগন্নাথপুর টাইমসসোমবার , ৩ এপ্রিল ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

২০ বছর বৃটেনের মাটিতে আইনী লড়াই, জয় পেয়েছেন বাংলাদেশী সাইফুল

Jagannathpur Times BD
এপ্রিল ৩, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ২০ বছর বিলেতের মাটিতে নিজের অধিকার আদায়ে আইনী লড়াই চালিয়ে অবশেষে কাঙ্ক্ষিত জয় পেয়েছেন বাংলাদেশী সাইফুল ইসলাম।‌ ২০০৩ সালে ভাগ্য অন্বেষণে হাইস্কিলড ভিসায় শেফ হিসেবে বৃটেনে পাড়ি জমান সাইফুল। এক‌ পর্যায়ে বৃটিশ হোম অফিসের ভুল সিদ্ধান্তের কারণে বহিষ্কারের নির্দেশ পান। এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে দীর্ঘ আইনী লড়াই চালিয়ে গেলে শেষ পর্যন্ত পিছু হটে বৃটিশ হোম অফিস। গত ২৮ মার্চ তারা এক চিঠিতে সাইফুলকে বৃটেনে বসবাসের অনুমতি প্রদান করে। ‌

পটুয়াখালীর কলাপাড়া থানার বাসিন্দা সাইফুল ইসলাম জীবিকার তাগিদে ২০০৩ সালে বৃটেনে পাড়ি জমান। শেফ হিসেবে যোগ দেন‌ কার্ডিফের একটি রেস্তোরাঁয়। বৃটেনে পাড়ি জমানোর পর অসহনীয় দুর্ভোগের মাঝে একাধিক রেস্টুরেন্টে কাজ করে পাঁচ বছর পার করেন। ইমিগ্রেশন আইন অনুযায়ী পাঁচ বছর পর স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি আবেদন করলে হোম অফিস তার আবেদন প্রত্যাখ্যান করে। আবেদন প্রত্যাখ্যানের কারণ হিসেবে তখন
হোম অফিস জানিয়েছিলো সাইফুলের পাসপোর্টে বৃটেনে ‘প্রবেশের’ সিলমোহর নেই। তিনি অবৈধভাবে বৃটেনে প্রবেশ করেছেন।

হোম অফিস তার বিরুদ্ধে মিথ্যে যৌন অপরাধসহ একাধিক অভিযোগ উপস্থাপন করে তা গোপন রাখে এবং তাকে বহিষ্কারের চেষ্টা করে।

একপর্যায়ে আইনি লড়াইয়ের মাধ্যমে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য কমিশনের মাধ্যমে হোম অফিসের আনীত অভিযোগ সম্পর্কে তিনি অবগত হন এবং এ বিষয়ে চ্যালেঞ্জ করলে হোম অফিস পাসপোর্টের ফটোকপি ফেরত দিতে বাধ্য হয়। ফলে প্রমাণিত হয় পাসপোর্টে ‘প্রবেশের’ সিলমোহর ছিল, তিনি  বৈধভাবেই বৃটেনে প্রবেশ করেছেন। পরে এসবের জন্য ক্ষমা চায় হোম অফিস।বৃটিশ হোম অফিসে জমা দেয়া সাইফুলের আবেদনের সঙ্গে তিন যৌন অপরাধীর জমা দেয়া কাগজপত্র ভুলক্রমে মিশে যাওয়ায় যৌন হয়রানির মিথ্যা মামলার কবলে পড়েন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বৃটিশ হোম অফিস তাদের ভুলের জন্য সাইফুলের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করলেও তারা তাকে বৃটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে রাজী ছিলো না। হোম অফিস তাদের ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে প্রথমে পাঁচ হাজার পাউন্ড ও পরে আরো এক হাজার পাউন্ডসহ মোট ছয় হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়ে সাইফুলকে দেশে ফেরত পাঠাতে চেয়েছিলো।‌ সাইফুলও দমে যাবার পাত্র নন।‌যুক্তরাজ্যের রাস্তায় একাই হ্যান্ড মাইক হাতে প্রতিবাদের আওয়াজ তুলছিলেন।‌ কখনো বৃটিশ পার্লামেন্টের সামনে, কখনো ১০ ডাউনিং স্ট্রিটে আবার কখনো সুপ্রিম কোর্টের সামনে অবস্থান করে নিজের অধিকার ফিরে পেতে ক্যাম্পেইন চালিয়েছেন।‌ তার ক্যাম্পেইনে আকৃষ্ট হয়ে প্রিন্স চার্লস, বৃটিশ পার্লামেন্টের একাধিক এমপিসহ অনেকেই তখন লিখিতভাবে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। সাইফুলের প্রতি এই অমানবিক আচরণের খবর তখন ফলাও করে প্রচার বৃটেনের প্রভাবশালী বিবিসি, গার্ডিয়ান ও স্কাই নিউজসহ অনেক গণমাধ্যম।

সাইফুল ইসলাম জানান, বৃটিশ সরকার তথা বৃটিশ হোম অফিসের ভুল সিদ্ধান্তের কারণে আমাকে অনেক বছর কষ্ট করতে হয়েছে। মিথ্যা মামলা, অমানবিক আচরণ, হয়রানি আর ভোগান্তির মধ্যে দিয়ে বছরের পর বছর পার করতে হয়েছে।‌ তিনি বলেন, এতো কিছুর পরও আমি আমার বিশ্বাসে অটল ছিলাম।‌ আমি সৎ ছিলাম, আমি কোনো অপরাধ করিনি।‌ আমার বিশ্বাস ছিলো জয় একদিন হবেই। ‌এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে আমি আনন্দিত।‌ কঠোর পরিশ্রম আমাকে এই জয় এনে দিয়েছে।‌ তিনি বলেন, হোম অফিসের ভুলে  আর কোনো নিরপরাধ মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হন। হোম অফিসের সিস্টেমের ত্রুটির কারণে আর কারো যেন জীবনের স্বর্ণালী দিনগুলো নষ্ট না হয়, আমি সেটাই চাই।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।