জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশী কর্মীদের ভূয়সী প্রশংসায় মালয়েশিয়ার সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান

Jagannathpur Times BD
এপ্রিল ৯, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

আহমাদুল কবির, মালয়েশিয়া:

 

মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশীদের ব্যাপক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন, দেশটির সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশী মালিকানাধীন ইস্টার্ন গ্রুপে’র এক ইফতার মাহফিলে যোগ দিয়ে বাংলাদেশীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ইফতার মাহফিলের এ অনুষ্ঠানকে ঘিরে বিকাল থেকে বিভিন্ন স্থান থেকে দলে দলে আসতে শুরু করেন, বিভিন্ন শ্রেনী পেশার বাংলাদেশীরা। এ ধরনের ইফতার মাহফিলে এসে সন্তোষ জানান তারা।

জমকালো এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও ছিলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ ৮ দেশের নাগরিক। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসে দেশের ভাবমূর্তি বাড়ায় বলে মন্তব্য করেন, আগত অতিথিরা।
এ আয়োজনে দু’দেশের ব্যাবসায়ীক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে, বাড়বে বিনিয়োগ, সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের বলে মন্তব্য করেন, আয়োজক কুমিল্লার ওয়ালিউল্লাহ জাহিদ।

অনুষ্ঠানে মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেস এমআইসি’র ভাইস প্রেসিডেন্ট দাতুক টি মোহন ও তার স্ত্রী লগেস্বরী মোহনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।