মুহাম্মদ সালেহ আহমেদ :
নান্দনিকতা, আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে গড়ে উঠেছে সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের শহীদ মিনার।
সিলেটের গোয়াইনঘাট, এখানকার পাহাড়, টিলা, চা বাগান এবং জাফলং, রাতারগুল, শ্রীপুর ও বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়তই অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন।
কালের বহু স্মৃতি, বহু স্থাপনা ও তার নির্মাণশৈলী আজও সিলেটের এ উপজেলার দিয়ে যাচ্ছে ঐতিহ্যের মর্যাদা।
নিসর্গের ছায়া ডাকা গোয়াইনঘাটে অন্যতম একটি দৃষ্টিনন্দন স্থাপত্য হয়েছে গোয়াইনঘাট সরকারি কলেজের শহীদ মিনার। দৃষ্টিনন্দন এই শহীদ মিনারটি দেখে যে কেউ মুগ্ধ হবেন। অপরূপ নান্দনিকতা আর ঐতিহ্য- এ দু’য়ের মিশেলে এটি নির্মিত হয়েছে।
শহীদ মিনারটিতে চুড়ায় উপরে বসানো হয়েছে একটি রক্তিম সূর্য। মিনার আর বেদিগুলো দেখার মতো শৈল্পিক কারুকাজ লিপিবদ্ধ।
জানাগেছে ২৫ জানুয়ারি ২০২৪, (সাবেক ) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে সাথে নিয়ে (সাবেক ) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।