জগন্নাথপুর টাইমসশনিবার , ১৫ জুন ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৬ জুলাই ডার্টফোর্ডে সপ্তসুরের বৈশাখী উৎসব

Jagannathpur Times Uk
জুন ১৫, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

ডার্টফোর্ড বৈশাখী উৎসব ২০২৪ নিয়ে সপ্তসুরের সংবাদ সম্মেলন ।

আগামী ৬ জুলাই, শনিবার ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডার্টফোর্ড বৈশাখী উৎসব। এই উৎসবকে মিডিয়ার মাধ্যমে কমিউনিটির সব বাঙালির কাছে পৌঁছে দিতেই লন্ডন বাংলা প্রেসক্লাবের হলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সপ্তসুর ।

ডার্টফোর্ড মেলা কমিটির পক্ষে উপস্তিত ছিলেন কাজী আরিফ, নাহিদা রহমান সুপ্তা, নবির জামান, রফিকুল ইসলাম এমদাদ এবং রুপি আমিন সহ অনেকে । তারা আশা করেন ৬ জুলাই শনিবার ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে বৈশাখী উৎসবে অংশগ্রহণ করে উৎসবটিকে সফল করে তুলবেন সবাই । তাই বাঙালি কমিউনিটি সকলের সহযোগিতা কামনা করেছেন

উল্লেখ্য সপ্তসুর ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠন, মূলত বাংলা সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলা হয়। এখানে  বাংলা লেখা, পড়া, পাশাপাশি সংগীত, নৃত্য, চিত্রাংকন সব ধরনের কার্যক্রম, ডার্টফোর্ড কাউন্সিলের সহযোগিতায়, প্রশিক্ষিত শিক্ষক দ্বারা করে থাকি। ডার্টফোর্ডে প্রতিনিয়তই প্রবাসী বাংলাদেশীর সংখ্যা বাড়ছে কিন্তু বাংলা সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম সেখানে খুবই কম।

সপ্তসুর বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় অনুষ্ঠান যেমন ১৬ই ডিসেম্বর ২১ শে ফেব্রুয়ারি ২৬ শে মার্চসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ বছর ধরে সপ্তসুর ডার্টফোর্ড কমিউনিটির বাংলাদেশীদের নিয়ে আয়োজন করছে বৈশাখী উৎসবের। অভূতপূর্ব সাড়া পাওয়া যায় সেই উৎসবগুলোতে। এবার  আরও বড় পরিসরে তৃতীয়বারের মতো উৎসবের আয়োজন করেছি।  এই উৎসবে সার্বিক সহযোগিতা করার জন্য পাশে রয়েছে, প্রাইম স্টেট এজেন্টস, রাধুনী, ডটপ্রিন্ট , জে স্টেফোড সলিসিটরস, মাই ল্যান্ডস গলফ ক্লাব এবং কেন্ট লজিস্টিকস এই প্রতিষ্ঠানগুলো। আর এই প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা বেশির ভাগই কেন্ট এবং ডার্টফোর্ডে বসবাস করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।