জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৫ জুন ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনারের সঙ্গে নেবজা সদস্যদের সাক্ষাৎ

Jagannathpur Times Uk
জুন ২৫, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (নেবজা) এর নবগঠিত কমিটির সদস্যরা ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারি হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত ২৪ শে জুন সোমবার নেবজার সদস্যরা এই সাক্ষাৎ করেন। এ সময় সহকারি হাইকমিশনার কাজী জিয়াউল হাসান নেবজার নবগঠিত কমিটির সকল সদস্যকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে তার সহযোগিতা চাইলে তিনি সবসময় নেবজাকে সহযোগিতা করবেন এবং ব্রিটেনে বেড়ে উঠা বাংলাদেশী নতুন প্রজন্মকে বাংলাদেশমুখী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের লোভনীয় হলিডে প্যাকেজ শুরু করারও উদ্যোগ খুব শীঘ্রই নেবেন। নর্থ ইংল্যান্ডে বসবাসরত সাংবাদিকদের জন্য বিবিসির মাধ্যমে কর্মশালার ব্যবস্থা করার ইচ্ছাও আছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকারের প্রচেষ্টা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হাই কমিশনের সকল কার্যক্রমকে জনগণের সামনে সঠিক ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নেবজা’র সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান কাজী জিয়াউল হাসান। এছাড়াও আরো বিভিন্ন বিষয় নিয়েও পরস্পরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নেবজার নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি আহমদ হোসেন হেলাল, সহ-সভাপতি সৈয়দ সাদেক আহমদ, সাধারণ সম্পাদক নূরে আলম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক রূপচাঁদ দাস রূপক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল আলম রাসেল, কার্যকরী সদস্য মোঃ আব্দুল মুকিত চৌধুরী সিতু, জামাল আহমেদ, আব্দুল আল আজিজ ।

এ সময় নেবজার পক্ষ থেকে সংগঠনের সভাপতি আহমেদ হোসেন হেলাল বলেন, বাংলাদেশ ও ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের উন্নয়নমূলক যেকোনো কার্যক্রমে হাই কমিশনের সাথে নেবজা এক হয়ে কাজ করবে এবং সঠিক বস্তুনিষ্ঠ সংবাদগুলো জনগণের সামনে তুলে ধরবে। অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে হাইকমিশনের আতিথেয়তার জন্য সহকারি হাইকমিশনার কাজী জিয়াউল হাসানকে নেবজার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় । সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।