জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৫ জুন ২০২৪, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

দশঘর ইউনিয়র প্রগতি ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

Jagannathpur Times Uk
জুন ২৫, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়র প্রগতি ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গত ১০ জুন পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের পাশাাশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় প্রবাসীদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সভাপতি সোবহান আলী বারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম তানভীর আহমদ এবং এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী মুহিত মিয়ার যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি হাফিজ মৌলানা মোহাম্মদ ইলিয়াছ ।

সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট বারার পেরেন্টস সেন্টারের ডাইরেক্টর এবং গিল্ডহল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার ডক্টর আব্দুল হান্নান ।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডেগেনহাম বারার সম্মানিত মেয়র মঈন কাদরী, নরউইচ সিটি কাউন্সিলের সম্মানিত শেরিফ সিরাজুল ইসলাম, ক্রয়ডন বারার সাবেক মেয়র হুমায়ুন কবির, টাওয়ার হেমলেট বারার সাবেক স্পীকার আহবাব হোসেন।

হিলিংডন বারার কাউন্সিলর মোহাম্মদ ইসলাম শাহীন, টাওয়ার হেমলেট বারার কাউন্সিলর বেলাল উদ্দীন, কাউন্সিলর বদরুল চৌধুরী, জজ বেলায়েত হোসেন, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি এ কে এম সেলিম ও সাধারণ সম্পাদক গুলজার খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, সাবেক ট্রেজারার আজম খান, বিশিষ্ট সাংবাদিক রহমত আলী, জাকির হোসেন কয়েছ, কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট অভিনেতা ও গীতিকার হিরণ বেগ, বাঙালি কমিনিটি নেতা আলহাজ টুনু মিয়া, জগন্নাতপুর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাধন আঙুর আলী, সোনালী অতীত চেয়ারম্যান আখলাকুর রহমান, পেরেন্টস গর্ভমেন্সের চেয়ারম্যান শানুর আহমদ খান, সিলেট ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের সাবেক ট্রেজারার জামাল উদ্দীন, কমিনিটি নেতা মো: সুরুজ মিয়া প্রমুখ।

সিলেকশন কমিশনার জনাব আব্দুল মুকিত মাস্টার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যান সোবহান আলী (বারী ), ভাইস চেয়ারম্যান কামাল আহমদ, জেনারেল সেক্রেটারী এম তানবীর আহমদ, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী মুহিত মিয়া (সুফিয়ান), ট্রেজারার নুরুল ইসলাম (তুরন), এসিস্টেন্ট ট্রেজারার আলী আহমদ, এক্সিকিউটিভ কমিটি মেম্বার আখলাকুর রহমান, মো আব্দুল তাহিদ, আব্দুল হান্নান, কয়ছর আলী (আনোয়ার), এ কে এম ইয়াহিয়া, আব্দুল কাইয়ুম এবং মো: হরুফ মিয়াকে পরিচয় করিয়ে দেন ।

অনুষ্ঠানে এডুকেশন, কমিউনিটি ওয়ার্ক, পলিটিক্স, বিজনেস, স্পোর্টস, কালসার এবং ট্রাস্টের উন্নয়ন সাধনে অবদান রাখার জন্য যুক্তরাজ্যে বসবাসরত ইউনিয়নের বেশ কিছু মেধাবী লোকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন-বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, টাওয়ার হেমলেট বারার সাবেক স্পিকার কাউন্সিলর মো আয়াছ মিয়া, যুক্তরাজ্যের জজ মো: বেলায়েত হোসেন, ব্রিটেনের রানীর খেতাব প্রাপ্ত কমিনিটি ওয়ার্কার ফাতির খান এম বি ই, নরউইচ সিটি কাউন্সিলের সম্মানীত শেরিফ সিরাজুল ইসলাম, ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান সাজিদ আলী ( মেনন ), ফাউন্ডার সেক্রেটারী আফছর মিয়া ( ছুটু ), সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান, এডভোকেট নেছাওর আলী, আব্দুল মুকিত মাস্টার, সাইদুল ইসলাম ( নানু ), সাবেক জেনারেল সেক্রেটারী আখলাকুর রহমান, আনর মিয়া ( শাহজাজান ), কামাল উদ্দীন আহমদ, মনির আলী, মুজিবুর রহমান ( মধু ), সাবেক ট্রেজারার মো: কনা আলী, কয়ছর আলী ( আনোয়ার ), আব্দুস শহীদ ( হারুন ), সেলিম আহমদ, কমিনিটি সার্ভিসে বিশেষ অবদান রাখার জন্য এ কে এম সেলিম, এ কে এম ইয়াহিয়া, আলহাজ টুনু মিয়া, মে. সরুজ মিয়া, নেছার আলী ( লিলু ), আব্দুল হান্নান, মো: আব্দুল তাহিদ, মোহাম্মদ আলী সিদ্দীক, ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য মো: মানিক মিয়া, মো: আব্দুল খালিক, মো: আনছার উদ্দীন, মো: ছানু মিয়া, আব্দুল গফুর, সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট গায়িকার ও নাট্য অভিনেতা হিরন বেগ, বিলেতের তরুণ গায়ক বিলাল আহমদ শহীদ, কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিবিসি এপ্রেন্টিস কম্পিটিটর শাহীন জামান হাসান, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার আমিনুর রহমান, হিউম্যানিটি টিচার নাজমুল নাসিম হোসেন, সিনিয়র পেডিয়াট্রিক নার্স সালমা ফারুক, অলিমিয়াহ কমপি¬টেড ইমাম ফখরুল হোসেন, ক্লিনিকাল সাইন্টিস্ট ফেরদৌস শেখ, শিক্ষা ক্ষেত্রে বিশেষ মেধার স্বাক্ষর রাখার জন্য মাস্টার্স অফ সিন্স ডিগ্রীধারী মিজানুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হাফিজ মো: আব্দুল ওয়াহাব, ব্যাচেলর অফ সাইন্স ডিগ্রীধারী সাফওয়ানুর রহমান জয়, মাস্টার্স অফ ‘ল ডিগ্রীধারী রুম্মান আহমদ, এপ্রেন্টিস ইঞ্জিনিয়ার ইন ডাইসন হাফিজ মাহদিউর রহমান, এলএলবি অনার্স ডিগ্রীধারী জান্নাত মুমিনা খাতুন, মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আনসার ইসলাম, অক্সফোর্ড ইউনিভার্সিটির ইংলিশ হিস্ট্রি ও সাইকোলজির স্টুডেন্টস ঈশিতা আহমদ, এ-লেভেল কমপি¬টেড রামী সুলতানা, এ-লেভেল পরীক্ষার্থী সাহারা আলী, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যাডমিন্টন পে¬য়ার আব্দুল আহাদ, ফুটবল পে¬য়ার ইজাজুর রহমান, ইসহাক রহমান, ইসহাক আমিন প্রমুখ ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জহুরুল হক, কমিউনিটি নেতা মনির উদ্দীন বশির, আব্দুস সুবহান সোহেল, বিশ্বনাথ এইড সভাপতি আব্দুর রহমান রঞ্জু, সাধারন সম্পাদক সাংবাদিক কয়েছ আলী, আইনজীবী আব্দুল ওয়াহিদ, সংগীত শিল্পী ইফ্ফাত আরা খানম, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের এসিস্টেন্ট ই মো: কবির মিয়া, প্রেস সেক্রেটারি শরিফুল ইসলাম, কালচারাল সেক্রেটারী দৌলত হোসেন, সাবেক কালচারাল সেক্রেটারি কদর উদ্দীন, এক্সিকিউটিভ মেম্বার মবশ্বির আলী, বিশ্বনাথ ইউনিয়ন ট্রাস্টের ট্রেজারার মদরিছ আলী মোফাজ্জুল, আজিজুর রহমান খান রাজন, আব্দুর রব, সাবেক বিশ্বনাথ পৌরসভা চেয়ারম্যান পদপ্রার্থী মুমিন খান মুন্না, আব্দুল হামিদ খান সুমেদ, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সরফরাজ খান চপল, তোফায়েল আহমদ আলম, প্রতিষ্টাতা ট্রাস্টি আলা মিয়া, গিয়াস উদ্দীন তছর, সম্মানীত ট্রাস্টি ফারুক মিয়া ( নাচুনি ), ফারুক মিয়া ( রায়কেলী ), নজরুল ইসলাম, আন্দুল আহাদ লিলু, তৈয়বুর রহমান হুমায়ুন, আজাদ উদ্দীন, এমদাদুল হক সিকদার, খলিল মিয়া, শানুর বেগ, আব্দুল হামিদ, হামদু মিয়া, আতিকুর রহমান আশিক, আব্দুল মালিক ফয়জুল, মাহফুজুর রহমান রিপন, আফিকুল ইসলাম, আব্দুল হক, মিজানুর রহমান, সুহেব আহমদ, লুৎফুর মিয়া, নতুন ট্রাস্টি আতাউর রহমান সুমন, মৌলানা মোর্তাজা আলী, মাহবুবুর রহমান খোকন, আমীর উদ্দীন, ফটিক মিয়া, ইয়াওর আলী রুনু, লাল মিয়া (তয়রুছ মিয়া), হুমায়ুন কবির, তারেক সানু ছানু, মুহিবুর রহমান সিকদার, মুমিনুর রহমান মামুন, আব্দুল হামিদ, তরুণ কমিউনিটি এক্টিভিস্ট আনোয়ার হোসেন, আজমল চৌধুরী, নেছার উদ্দিন, সেলিম উদ্দিন, বদরুল ইসলাম, মতিউর রহমান মতিন, কামরুল ইসলাম, আহবাব হোসেন খান বাপ্পি, নাজমুল ইসলাম, নিজাম উদ্দিন, কাদির মিয়া,রুহুল আহমদ, রুবেল মিয়া, সুমন, জাকারিয়া আলী, শাহরিয়ার তানভীর শাফী প্রমুখ। উল্লেখ্য, এই ট্রাস্টে ১৭৬ ট্রাস্টি রয়েছেন আর প্রায় দেড় কোটি টাকার মূলধন রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।