জগন্নাথপুর টাইমসশনিবার , ৬ জুলাই ২০২৪, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে রাজিয়া সোবহান মহিলা কলেজের এইচএসসি পরিক্ষার্থী ২০২৪ বিদায়ী অনুষ্ঠান

Jagannathpur Times Uk
জুলাই ৬, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :  জগন্নাথপুর পৌরশহরের রাজিয়া সোবহান মহিলা কলেজ হবিবপুরের ২০২৪ খ্রি  এইচ এস সি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রাজিয়া সোবহান মহিলা কলেজ হবিবপুর বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও প্রভাষক মির্জা মওদুদ আহমেদ এর পরিচালনায় শনিবার ৬ জুলাই দুপুর ১২ঘটিকার সময় কলেজের হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুর রউফ, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান, কলেজ বাস্তবায়ন কমিটির সেক্রেটারি কবির উদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য দেলোয়ার হোসাইন, ডা:আশরাফ আলী, ব্যবসায়ী সাজিদুর রহমান, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য মতিউর রহমান, অধ্যক্ষ সাজ্জাদ আলী, প্রভাষক লিটন দেব, শিক্ষক কবির আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্রী আনিকা আক্তার।

বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেন উম্মে সাবিহা ও একাদশ শ্রেণির ছাত্রী নাসিফা আক্তার।

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন -রাজিয়া সোবহান মহিলা কলেজ হবিবপুর প্রতিষ্ঠার পর থেকে অত্যান্ত সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা অভিভাবকসহ এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাই আপনাদের মেয়েদেরকে এই কলেযে ভর্তি করান। মানসম্মত শিক্ষার মাধ্যমে আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে এই কলেজের এখন বিকল্প নেই।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।