জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৯ জুলাই ২০২৪, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুরমাসহ সব নদ–নদী, হাওর, খাল খনন করতে হবে- সুনামগঞ্জে মানববন্ধনে বক্তারা

Jagannathpur Times Uk
জুলাই ৯, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ’।

মঙ্গলবার (০৯ জুলাই ২০২৪)  দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এতে বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন।

এ মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে প্রতিবছর ফসল রক্ষার নামে যত্রতত্র বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে হাওর ভরাট হয়ে গেছে। বাঁধ ব্যবসায়ীদের কারণে হাওর এখন হুমকির মুখে। বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমাসহ সব নদ–নদী ও হাওর. খাল খনন করতে হবে, খেলার মাঠ দখল -ভরাট থেকে রক্ষা করতে হবে। খননের নামে যেন লুটপাট না হয়। প্রকৃতপক্ষে যেন সুনামগঞ্জ বন্যার কবল থেকে রক্ষা পায়।

হাওরের কৃষি ও কৃষক রক্ষা আন্দোলনের সদস্যসচিব অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, সুনামগঞ্জে অন্তত ২০টি খাল ভরাট হয়ে গেছে। এসব খাল হয়ে সুরমা নদীর পানি হাওরে যেত। এখন এসব খাল দিয়ে আর পানি যেতে পারে না। এ জন্য বৃষ্টি হলেই শহর ও নদীতীরবর্তী এলাকাগুলো প্রথমেই প্লাবিত হয়ে যায়। এ সংকট থেকে পরিত্রাণের জন্য খালগুলো খনন করে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজকর্মী সুখেন্দু সেন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের নেতা আনোয়ারুল হক, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, জনউদ্যোগের সদস্যসচিব সাইদুর রহমান, সদস্য ইখতেখার সাজ্জাদ প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।