মুহাম্মদ সালেহ আহমেদ :
যুক্তরাজ্য গোয়াইনঘাট প্রবাসী পরিষদের আয়োজনে পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ব নির্ধারিত ক্লাকটন অন সী বীচে দুপুর ১টায় শুরু হয় পিকনিক কার্যক্রম ।এর আগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গোয়াইনঘাট উপজেলার বাসিন্দারা পিকনিকের জন্য জড়ো হন। দৃশ্য দেখে অনেকেই বলেন এ যেন বৃটেনের বুকে এক খন্ড গোয়াইনঘাট ।
লন্ডন শহরের আলতাব আলী পার্ক থেকে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সদস্যদের জন্য নির্ধারিত কোচ সকাল ১১টায় ইংল্যান্ডের বিখ্যাত ক্লাকটন অন সী বীচের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ।
যাত্রা পথে যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুমনের সঞ্চালনায় ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীর কুরআন তেলাওতের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়। হামদ্ , কুরআন তেলাওত , দেশের গান , রেফেল ড্রয়ের টিকিট বিক্রির মাধ্যমে কোচ ভ্রমণকে আনন্দদায়ক করে তোলা হয় ।
বীচে অবস্থানকালে সভাপতি টিম বনাম সেক্রেটারী টিমের মধ্যে ফুটবল, কাবাডি, দৌড়, মোরগের লড়াই,হাড়ি ভাঙা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলাম ও প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমান নির্বাচন কমিশন সদস্য আব্দুল মুবিনের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে পিকনিককে সফল করতে যুক্তরাজ্যের বিভিন্ন সিটি থেকে আগত সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
যুক্তরাজ্য শাখার উপদেষ্টা জনাব নূরুল আলম বাবুলের নেতৃত্বে ড্র অনুষ্ঠিত হয় । পুরস্কার বিতরণী শেষে যুক্তরাজ্য শাখার উপদেষ্টাবৃন্দের মধ্য বক্তব্য রাখেন সালেহ আহমদ, গোলাম কুদ্দুস কামরুল, আরিফ উদ্দিন,এখলাছ উদ্দিন, নূরুল আলম , যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ইকবাল আহমদ, যুগ্ম সম্পাদক সুজন মিয়া, দেলোয়ার প্রমুখ ।
বক্তারা এসময় গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের মান উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
উল্লেখ্য গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বিশ্বের ৩২টি দেশে শাখা রয়েছে। প্রবাসীদের লাশ দেশে পাঠানো সহ আর্ত সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।