মির্জা আবুল কাসেম :
যুক্তরাজ্য সফররত গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম বলেছেন, তিনি তাঁর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । ইতিমধ্যে উপজেলার রাস্তাগুলো প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভা এলাকায় ডাস্টবিন স্থাপন করেছেন । বিভিন্ন বাজারে স্থাপন করেছেন পাবলিক টয়লেট । সর্বোপরি প্রবাসীরা দেশে বেড়াতে গেলে যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভুমিকা নিশ্চিতকরণে কাজ করছেন। তিনি মডেল উপজেলা গড়তে প্রবাসী গোলাপগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
২৫ জুলাই, বৃহস্পতিবার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাবে যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সাংবাদিকবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ চেয়ারম্যান, মঞ্জুর কাদির শাফি এলিম প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
মঞ্জুর কাদির শাফি বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশমুখী করতে সিলেটের পর্যটন এলাকাগুলোকে আরো ঢেলে সাজাতে হবে । সিলেটে বিশ্বমানের অনেক রিসোর্ট রয়েছে। এগুলোর ব্যাপারে ইতিবাচক প্রচারণা বাড়াতে হবে। পর্যাপ্ত রাস্তাঘাট তৈরি করতে হবে, যাবে প্রবাসীরা সহজে এবং নিরাপদে এসব রিসোর্টে যাতায়াত করতে পারেন । প্রবাসীদের সঙ্গে সর্বমহলের সর্বোত্তম আচরণ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ বিমানের ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিমানের টিকিট পাওয়া যায়না। টিকিটের দাম আকাশচুম্বি । আবার সীট খালি থাকে । এটি একটি জাতীয় ইস্যু। প্রবাসীরা দুর্ভোগ পোহাচ্ছেন । এই সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গোলাপগঞ্জের গ্যাসকুপ থেকে সারাদেশে গ্যাস সরবরাহ হয় । কিন্তু গোলাপগঞ্জের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবী জোরালো করতে হবে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের। শুরুতে মঞ্জুর কাদির শাফি এলিম-এর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন গোলাপগঞ্জের বাসিন্দা নর্থ ইংল্যাণ্ডের লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদী।
এ সভায় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক জনমত এর এসিসটেন্ট এডিটর মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক মারুফ আহমদ, সাংবাদিক ফয়সল মাহমুদ, সাংবাদিক অলিউর রহমান, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক কয়েস আহমদ রুহেল ও শাহ বেলাল । মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।