জগন্নাথপুর টাইমসশনিবার , ২৭ জুলাই ২০২৪, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৭টি চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ৭

Jagannathpur Times Uk
জুলাই ২৭, ২০২৪ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা সহ আন্তঃজেলা চুর চক্রের ৭জনকে গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার ওসমানীনগর, সিলেটের দক্ষিণ সুরমা ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার ও তাদের নিকট থেকে চোরাই ৭টি সিএনজি অটোরিকশা উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।

এ ঘটনা নিয়ে গত শুক্রবার ১১টায় ওসমানীনগর থানায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম সেবা ও ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক। গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউপির বসিনা বইনা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে সোহেল মিয়া ওরফে খলিল (২২), একই জেলার চুনারুঘাট উপজেলার সাজিয়াজুরি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে রিমন মিয়া ওরফে মিলন মিয়া (২১), মৌলভীবাজারের জুরি উপজেলার ফুলতলা ইউপির পূর্ববটলি গ্রামের আব্দুর রবের ছেলে হাসান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউপির দৌলতপুর ধরমন্ডল গ্রামের মৃত রওশন আলীর ছেলে মিছির আলী(৩২), সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউপির বড় খুরমা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওয়াদুদ সালমান বাদশা(২৮), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউপির উত্তর সুহিলপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে অহিদ মিয়া (২৮) এবং একই এলাকার পারুলিয়াপাড়া উত্তর সুহিলপুর গ্রামের শুকুর আলীর ছেলে আনিছ মিয়া(৩২)।

প্রেসব্রিফিং কালে অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) আশরাফুজ্জমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গত ২৪ জুলাই রাতে উপজেলার দয়ামীর ইউপির কুরুয়া এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের উপর চোরাই সিএনজি গাড়ী ক্রয়- বিক্রয়ের জন্য অপেক্ষা করছে একটি চক্র।  এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে গাড়ী বেঁচা-কেনা রাখিয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে চোর চক্রের সদস্যরা।

তাৎক্ষনিক ভাবে পুলিশ চোর চকেত্রর সদস্য সোহেল মিয়া খলিল (২৭), রিমন মিয়া লিমন (২১) ও হাসান আহমদকে (২৫) ২টি চোরাই সিএনজি গাড়ি সহ আটক করে ওসমানীনগর থানা পুলিশ। এ সময় ৪/৫ জন অন্য অপরাধীরা পালিয়ে যায়।

আটককৃতদের তথ্যের বিত্তিতে গত ২৫ জুলাই ভোরে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মিরপুর বাজারস্থ পলাতক আসামী আলমগীর হোসেন এর গ্যারেজ ঘর তল্লাশী চালিয়ে ২টি চোরাই সিএনজি গাড়ী উদ্ধার করা হয়। এ সময় আসামী অহিদ মিয়া ও আনিছ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে হাসান আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার লাউয়াই রোডস্থ হাসান ডেন্টিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ আশপাশ এলাকা তল্লাশি করে আরো ৩টি চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। সেখান থেকে মিছির আলী ও আব্দুল ওয়াদুদ সালমান বাদশাহকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ। ৭টি চোরাই সিএনজি গাড়ীর বাজার মূল্য ২৫ লক্ষ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়। গত শুক্রবার সকালে গ্রেফতারকৃত ৭জনকে আদারতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।