নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : স্থানীয় পর্যায়ের যুব নেতৃত্বে জলবায়ু কর্ম চ্যালেঞ্জ সমাধানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মো. শাহানুর আলম, ওয়ার্ল্ড ভিশনের কারিগরি বিশেষজ্ঞ ড. মো. রুহুল আমিন সরকার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান, ওয়ার্ল্ড ভিশন প্রোগাম অফিসার উত্তর চক্রবর্তী, মৎস্য যুব উন্নয়ন অফিসার এমদাদ হোসেন, সুরমা যুব ফোরাম সভাপতি আসাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণ চিহ্নিত করে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। বনভূমি উজাড় হওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে আমাদের দেশের গাছপালা কেটে নিজেরা পরিবেশ ধ্বংস করছি। গাছ প্রকৃতির বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বেশি করে বৃক্ষরোপন করতে হবে। গাছপালা কম হওয়ায় আবহাওয়া দিন দিন উষ্ণ হচ্ছে। ফলে জনজীবনে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। দেশ ও পরিবেশ রক্ষায় যুবকদের সোচ্চার হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে ৬০ জন তরুণ ও তরুণীদের মধ্যে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়।